তালের লুচি (Taler luchi recipe in Bengali)

sneha Khan
sneha Khan @bulta

#JM

তালের লুচি (Taler luchi recipe in Bengali)

#JM

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. 3 কাপময়দা
  2. পরিমাণ মতো তালের পাল্প
  3. 1.5 চা চামচ চিনি
  4. পরিমান মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    পাকা তালের খোসা ছাড়িয়ে তার থেকে তালের পাল্প বের করে নিতে হবে। 5 চামচ তেল বা ঘি, দেড় চামচ চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    এবার এর মধ্যে অল্প অল্প তালের পাল্প নিতে হবে আর মাখাতে হবে ময়দার সঙ্গে। জল ব্যবহার করা দরকার পড়বে না।

  3. 3

    ভালোভাবে মাখানোর পর 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    আবার যদি প্রয়োজন হয় তাহলে আবার একটু খানি ময়দা ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
    তারপর ছোট ছোট লুচির আকারে পেলে নিতে হবে

  5. 5

    কড়াইয়ে তেল গরম করে নিয়ে ছেড়ে দিতে হবে ভালোভাবে এপিঠ-ওপিঠ ভেজে নিয়ে নামেই দিলেই রেডি গরম গরম তালের লুচি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
sneha Khan
sneha Khan @bulta

Similar Recipes