টমেটোর মিক্সড ফ্রুট চাটনি(tomato mixed fruit chutney recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

টমেটোর মিক্সড ফ্রুট চাটনি(tomato mixed fruit chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
4জন
  1. 4 টিটমেটো
  2. 2টেবিল চামচকাজুবাদাম
  3. 1 চা চামচকিসমিস কুচি
  4. 1/2 কাপখেজুর কুচি
  5. স্বাদ মতচিনি
  6. পরিমাণ মততেল
  7. 1/2 চা চামচকালো জিরা
  8. 2 টোশুকনো লঙ্কা
  9. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  10. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  11. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে কড়াইয়ে তেল গরম করে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নিন।

  2. 2

    তারপর নামিয়ে নিন ও ওই তেলের মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন।

  3. 3

    তারপর টমেটো কুচি দিয়ে দিন। তারপর খেজুর কুচি, কাজুবাদাম, কিশমিশ দিয়ে দিন।

  4. 4

    তারপর হলুদ গুড়ো,লঙ্কা গুড়ো,নুন সামান্য দিয়ে নেড়ে নিন। তারপর পরিমাণমতো চিনি দিয়ে নেড়ে নিন।

  5. 5

    তারপর আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। তারপর শেষ পাতের খাবার হিসেবে পরিবেশন করুন খুব সুন্দর লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes