পাঁঠার মাংসের ঝোল(pathar mangsher jhol recipe in Bengali)

Rishi Sen
Rishi Sen @cook_31630248

পাঁঠার মাংসের ঝোল(pathar mangsher jhol recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টুকরোদারচিনি
  2. 2টেবিল চামচ টক দই
  3. 2 চা চামচহলুদ গুঁড়ো
  4. স্বাদ মত নুন
  5. 2 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  6. 4 চা চামচরসুন বাটা
  7. 2 চা চামচঘি
  8. 1 কিলোপাঠার মাংস
  9. 4 টিবড় এলাচ
  10. 3 চা চামচআদা বাটা
  11. 1 কাপসর্ষের তেল
  12. 3 টি বড় পেঁয়াজ একটু মোটা করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি কড়াইয়ে সর্ষের তেল ও ঘি দিয়ে গরম হলে দারচিনি ও এলাচ থেঁতো করে দিয়ে দিন তেল একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ গুলি দিয়ে দিন পেঁয়াজ টি একটু ভেজে নিন পেঁয়াজ একটু বাদামি রঙ এর ভাজা হলে ওর মদ্ধ্যে হলুদ গুড়ো লাল লংকা গুড়ো টক দই চিনি দিয়ে দিন সমস্ত মশলা টি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন

  2. 2

    একটি প্লেটে পাঠার মাংস টি ধুয়ে নিন এবার ওই মাংসে নুন হলুদ মাখিয়ে নিন ভাজা পেঁয়াজের মদ্ধ্যে নুন হলুদ মাখানো মাংস টি দিয়ে দিন কম আঁচে ঢাকা দিয়ে মাংসটি কষে নিন কিছুক্ষণ তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিন কম আঁচে মাংসটি কষতে থাকুন এরম তেল ছাড়লে মাংসটি ভালো করে নেড়ে নিন

  3. 3

    এবার কুকারে মাংসটি দিয়ে 3 কাপ গরম জল দিয়ে 5 টি সিটি দিয়ে সিটির দম বসতে দিন,দম বসে গেলে ঢাকনা খুলে দিয়ে,ঝোল ঝোল করে বাটিতে তুলে গরম ভাত লেবু লংকার সহযোগে পরিবেশন করুন বাঙালির পাঠার মাংসের ঝোল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rishi Sen
Rishi Sen @cook_31630248

Similar Recipes