পাঁঠার মাংস,আলু দিয়ে ঝোল (pathar mangsho aloo diye jhol recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#nv
#week3
আমার প্রিয় আমিষ রেসিপি তে , আজ আমি পাঁঠার মাংসের ঝোল, শেয়ার করেছি ।

পাঁঠার মাংস,আলু দিয়ে ঝোল (pathar mangsho aloo diye jhol recipe in bengali)

#nv
#week3
আমার প্রিয় আমিষ রেসিপি তে , আজ আমি পাঁঠার মাংসের ঝোল, শেয়ার করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 -5 জনের জন্য
  1. ম্যারিনেট করার জন্য...
  2. 1কেজি বড় টুকরো করা পাঁঠার মাংস
  3. 1 কাপঘন দই
  4. 2টো বড় পেঁয়াজ,কুঁচি করা
  5. 1.5টেবিল চামচ আদা বাটা
  6. 1টেবিল চামচ রসুন বাটা
  7. 3-4 টাকাঁচা লঙ্কা, কুঁচি করা
  8. 2টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. 1/3 চা চামচজিরে গুঁড়ো
  10. 1 চা চামচহালুদগুঁড়ো
  11. 1.5 চা চামচলঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. 1/2 কাপপুদিনা ও ধনে পাতা কুঁচি
  14. 1 চা চামচনুন
  15. ফোঁড়নের জন্য
  16. 2 টো বড় এলাচ
  17. 5-6 টাছোট এলাচ
  18. 5-6 টালবঙ্গ
  19. 1 টুকরোদারচিনি
  20. 1 টাতেজপাতা
  21. 1 চা চামচআধ ভাঙা গোলমরিচ
  22. 2 টো বড় পেঁয়াজ কুঁচি করা
  23. 1/2 চা চামচচিনি
  24. 4টেবিল চামচ ঘি
  25. 5 টুকরোআলু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া
  26. স্বাদ মত নুন ও কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    দই এ, আদা বাটা, রাসুনবাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা কুঁচি, গরম মসলা গুঁড়ো ও নুন মিশিয়ে নিয়েছি । এবার এই মিশ্রনে মাংস ও ধনে পাতা, পুদিনাপাতা, পেঁয়াজ কুঁচি দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দিয়েছি ।

  2. 2

    কড়াই গরম হলে ঘি দিয়েছি । ঘি গরম হলে গোটা গরম মসলা, তেজপাতা ফোরণ দিয়েছি একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুঁচি ও চিনি দিয়েছি, পেঁয়াজ ভাঁজা হলে মাংস দিয়েছি । মিডিয়াম হাই ফ্লেমে 7 -8 মিনিট কষিয়ে নিয়েছি ।

  3. 3

    এবার পরিমান মতো / 3.5 কাপ জল গরম করে মাংস তে দিয়েছি । ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দিয়েছি । প্রায় হয়ে এলে, ভেজে রাখা আলু ও কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়েছি । মিনিট 5-6 পরে গ্যাস অফ করেছি ।

  4. 4

    তৈরি পাঁঠার ঝোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি

Similar Recipes