ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

ছোলার ডাল (cholar dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
২জনের
  1. ১.৫কাপ ছোলার ডাল
  2. ২টো শুকনো লঙ্কা
  3. ১ চা চামচ গোটা জিরা
  4. ১চিমটি হিং
  5. ১ চা চামচ গোটা গরমমশলা ফাটিয়ে
  6. প্রয়োজন অনুযায়ী কারিপাতা
  7. স্বাদ মত নুন ও চিনি
  8. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  9. ২ চা চামচ ডেসিকেটেট নারকেল
  10. ৪ চা চামচসর্ষের তেল
  11. ১টা টমেটো কুচি
  12. পরিমাণ মত ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    👉ছোলার ডাল ভালো করে ধুয়ে কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি।

  2. 2

    👉প্রেসারে ভেজানো ডাল ভরে 2-3টে সিটি দিয়ে নিয়েছি।

  3. 3

    👉কড়াতে সরষের তেল গরম করে তাতে একে একে শুকনো লঙ্কা,জিরা,গোটা গরমমশলা থেতো করা,কারিপাতা,হিং ফোরন দিয়েছি।

  4. 4

    👉তারপর কুচানো টমেটো দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ ডাল কড়াইয়ে ঢেলে,দিয়েছি।আন্দাজমত,নুন,চিনি ও সামান্য হলুদগুঁড়া মিশিয়ে নিয়েছি।

  5. 5

    👉ডেসিকেটেট নারকেল গুড়া দিয়ে ভালো করে ফুটিয়ে ওপরে এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি।

  6. 6

    👉ওপরে কুচানো ধনেপাতা ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tarpita Swarnakar
Tarpita Swarnakar @cook_28399925

Similar Recipes