আদা চা (jinger Tea Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

আদা ভীষণ প্রিয় ও উপকারী , এটা মাইগ্ৰেনের সমস্যা বা মাথা ব‍্যথা করলে আদা দিয়ে চা খেলে অনেক টাই কমে,অনেক সময় গ‍্যাস হলে ১টিপ নুন দিয়ে ১টুকরো আদা চিবিয়ে খেলে উপকার হয়।

আদা চা (jinger Tea Recipe in Bengali)

আদা ভীষণ প্রিয় ও উপকারী , এটা মাইগ্ৰেনের সমস্যা বা মাথা ব‍্যথা করলে আদা দিয়ে চা খেলে অনেক টাই কমে,অনেক সময় গ‍্যাস হলে ১টিপ নুন দিয়ে ১টুকরো আদা চিবিয়ে খেলে উপকার হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
২জন
  1. ২ কাপচায়ের কাপের জল
  2. ১/২কাপ দুধ
  3. ৩চা চামচ চিনি
  4. ২চা চামচ চায়ের পাতা
  5. ২টুকরো আদা বেটে নেওয়া

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে গ‍্যাসে জল বসিয়ে আদা থেতো করে দিয়ে ফুটতে দেবো,ভালো করে ফূটে গেলে চিনি দেবো,জল ফুটে চিনি গলে গেলে চাপাতা দিয়ে আর একটু ফুটিয়ে গ‍্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো ২মিনিট মতো

  2. 2

    এই সময় দুধ ভালো করে ফুটিয়ে নেবো।কাপে চা ছেকে দুধ দিয়ে নাড়িয়ে বিস্কুটের সঙ্গে খাওয়ার মজা টাই আলাদা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Top Search in

Similar Recipes