সুজির কেক(Sujir cake recipe in Bengali)

Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে।
Sampa Sardar. আমি কুকপ্যাড বাংলার একটা অংশ যে কমিউনিটি ঐতিহ্যবাহী বাংলার রন্ধনপ্রণালীকে সংরক্ষন করার কাজ চালিয়ে যাচ্ছে। @cook_sampa1974

#KRC4
#week 4
কুকপ্যডের রান্নাঘর চ্যালেঞ্জ এর এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি সুজির কেক বেছে নিরেছি।

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

6 জন
  1. 2 কাপসুজি
  2. 1.5 কাপলিকুইড দুধ
  3. 3/4 কাপচিনি
  4. 1/2 কাপসাদা তেল
  5. 1/2 কাপময়দা
  6. 1 চা চামচবেকিং পাওডার
  7. 1/2 চা চামচবেকিং সোডা
  8. 1 চা চামচভিনিগার
  9. 2টেবিল চামচ টুটি ফ্রুটি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    Hপ্রথমে একটা গ্রাইন্ডারে সুজি নিয়ে ভালোকরে গ্রাইন্ড করে নিয়ে একটা মিক্সিং বোলে ঢেলে নিতে হবে

  2. 2

    এবার ওতে 1 কাপ দুধ দিয়ে ভালোকরে মিশিয়ে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিতে হবে

  3. 3

    30 মিনিট পর ঢাকা খুলে ওতে তেল আর চিনি দিয়ে ভালোকরে মিক্স করতে হবে

  4. 4

    এবার ময়দা, বেকিং পাওডার আর বেকিং সোডা চেলে নিয়ে ঐ ব্যাটার এ দিয়ে কাট এন্ড ফোল্ড মেথড এ মিক্স করতে হবে

  5. 5

    এবার 1/2 কাপ দুধে ভিনিগার মিশিয়ে বাটার মিল্ক বানিয়ে ঐ ব্যাটার এ দিয়ে ভালোকরে মিক্স করতে হবে

  6. 6

    এবার একটা মোটা তলা ওয়ালা কড়ায় তেল ব্রাশ করে ওতে একটা বাটার পেপার বিছিয়ে ওর ওপরে ঐ ব্যাটার টা ঢেলে দিয়ে ওপরে টুটিফ্রুটি ছড়িয়ে দিতে হবে

  7. 7

    এবার কড়ায় ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে লো ফ্লেমে 35 - 40 মিনিট বেক করতে হবে

  8. 8

    40 মিনিট পর একটা টুথপিক ঢুকিয়ে দিয়ে দেখতে হবে ওটা পরিষ্কার বেরিয়ে আসছে কিনা। তাহলে বুঝতে হবে কেক হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে কেটে সার্ভ করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

Similar Recipes

More Recommended Recipes