এগলেস অরেঞ্জ কেক (eggless orange cake recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

এই সপ্তাহের ধাধা থেকে আমি এগলেস কেক অপশনটি বেছে নিলাম।

এগলেস অরেঞ্জ কেক (eggless orange cake recipe in Bengali)

এই সপ্তাহের ধাধা থেকে আমি এগলেস কেক অপশনটি বেছে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ২ কাপ ময়দা
  2. ২ চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার
  3. ১/২ কাপ সাদা তেল
  4. ১ কাপ গুঁড়া চিনি
  5. ১ চা চামচঅরেঞ্জ এসেন্স
  6. ২ ফোঁটা অরেঞ্জ ফুড কালার
  7. ৬-৭টা চেরি ফল
  8. ২ চা চামচঅরেঞ্জ ও গ্রীন টুটি ফ্রুটি
  9. ১ চা চামচ বেকিং পাউডার
  10. পরিমাণমতো লিকুইড দুধ
  11. ৪ চা চামচপাউডার দুধ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা ও বেকিং পাউডার চেলে নিয়ে ওর মধ্যে পাউডার দুধ ও যেনগুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে সাদা তেল, অ্যাপেল সাইডার ভিনেগার,লিকুইড দুধ, অরেঞ্জ এসেন্স ও অরেঞ্জ ফুড কালার দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে।

  2. 2

    এবার কেক ট্রেতে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার বসিয়ে তার ওপর আবার তেল ব্রাশ করে কেক মোল গুলো বাসাতে হবে।

  3. 3

    এবার হাতায় করে ব্যাটার প্রত্যেকটা মোলের ওপর ঢেলে দিয়ে টুকরো করা চেরি আর টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করতে হবে।

  4. 4

    মাইক্রোওভেন আগে থেকে প্রিহিট করে তারমধ্যে ট্রে বসিয়ে কনভেকশনে 160 ডিগ্রি তে 15 মিনিট বেক করলেই হয়ে যাবে এগলেস অরেঞ্জ কেক । এভাবে দুবারে বেক করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes