ড্রাই ফ্রুটস কেক (Dry Fruits cake recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

ড্রাই ফ্রুটস কেক (Dry Fruits cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৫ জনের জন্য
  1. ১.৫ কাপ ময়দা
  2. ১/২ কাপ টক দই
  3. ১/২ কাপ দুধ
  4. ১ চিমটি লবণ
  5. ৩/৪ কাপ গুঁড়ো চিনি
  6. ১ চা চামচ বেকিং পাউডার
  7. ১/২ চা চামচ বেকিং সোডা
  8. ৩/৪ কাপ ড্রাই ফ্রুটস কুচি (আমন্ড, আখরোট,কাজু, পেস্তা, কিসমিস)
  9. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. ১/৩ কাপ তেল/বাটার

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    একটা বাটিতে টক দই ও দুধ ফেটিয়ে নিতে হবে।

  2. 2

    এবার তাতে তেল দিয়ে মিশিয়ে নিতে হবে। ফ্রুটস ছাড়া বাকি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    অর্ধেক ড্রাই ফ্রুটস মেশাতে হবে। কেক ব্যাটার তৈরি। বাটার ও বাটার পেপার লাগিয়ে নেওয়া কেক টিনে ব্যাটার ঢেলে একটু ট্যাপ করে নিতে হবে। বাকি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে।

  4. 4

    প্রি-হিটেড ওভেনে ১৮০°© এ কনভেক্সন মোডে ৫০ মিনিট বেক করতে হবে। ঠান্ডা হলে ডিমোল্ড করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes