উল্টা বড়া পাও (ulta vada pav recipe in bengali)

Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

#স্ন্যাক্স
#baburchiHut
মহারাষ্ট্রে বড়া পাও একটি খুবই প্রিয় এবং প্রসিদ্ধ জলখাবার । বড়া পাও রেসিপিতে বড়া তৈরি করে পাও এর মধ্যে দিয়ে পরিবেশন করা হয় কিন্তু উল্টা বড়া পাও তে নিয়মটা একটু অন্যরকম ।

উল্টা বড়া পাও (ulta vada pav recipe in bengali)

#স্ন্যাক্স
#baburchiHut
মহারাষ্ট্রে বড়া পাও একটি খুবই প্রিয় এবং প্রসিদ্ধ জলখাবার । বড়া পাও রেসিপিতে বড়া তৈরি করে পাও এর মধ্যে দিয়ে পরিবেশন করা হয় কিন্তু উল্টা বড়া পাও তে নিয়মটা একটু অন্যরকম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৪ টে পাও
  2. পুরের জন্য
  3. ১ টা সিদ্ধ আলু
  4. ১/৪ চা চামচ আদা বাটা
  5. ১/৪ চা চামচ রসুন বাটা
  6. ১ টা পেঁয়াজ কুচি
  7. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/৪ চা চামচ নুন
  9. ২ টি কাঁচা লঙ্কা কুচি
  10. ১/২ লেবুর রস
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা কুচি
  12. ১/৪ চা চামচ জিরা
  13. ১ টেবিল চামচ সাদা তেল
  14. ৪ টে কারিপাতা কুচি
  15. ৪ টেবিল চামচ ধনেপাতা ও রসুন এর চাটনি
  16. ব্যাটারের জন্য
  17. ১ কাপ বেসন
  18. ১/২ চা চামচ নুন
  19. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  20. ১/২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  21. ১/৪ চা চামচ বেকিং সোডা
  22. প্রয়োজন অনুযায়ীঘন ব্যাটার তৈরি করার জন্য জল
  23. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল
  24. ২ টি ভাজা কাঁচা লঙ্কা পরিবেশনের জন্য
  25. পরিমাণ মতটমেটো সস ও ধনেপাতার চাটনি পরিবেশনের জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পুরের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে জিরা কারিপাতা কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে কড়াইতে দিতে হবে, নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে

  2. 2

    পাও এর মধ্যে গর্ত করে নিতে হবে কিন্তু ভেতরের অংশ বের করতে হবে না আঙুল দিয়ে ভেতরে সবদিকে লাগিয়ে নিতে হবে

  3. 3

    একটা বাটিতে ব্যাটারের সব শুকনো উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে । শেষে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে

  4. 4

    বড়া পাও এর সব উপকরণ সাজিয়ে নিতে হবে । তৈরি করা পুর থেকে বড়ার আকারে গড়ে রাখতে হবে, এবার পাও এর গর্তে ধনেপাতার চাটনি লাগিয়ে এক একটা বড়া ঢুকিয়ে দিতে হবে

  5. 5

    কড়াইতে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে মিডিয়াম গরম করে, পাও গুলো ব্যাটারে ঢুবিয়ে গরম তেলে ভেজে তুলে নিতে হবে । কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে । ভাজা লঙ্কা বড়া পাও এর একটা বিশেষ অঙ্গ ।

  6. 6

    পছন্দসই সস ও চাটনি এ ভাজা কাঁচা লঙ্কার সঙ্গে পরিবেশন করতে হবে উল্টা বড়া পাও

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shampa Das
Shampa Das @cook_0205
Mumbai

মন্তব্যগুলি

Similar Recipes