হানি গার্লিক চিকেন (honey garlic chicken recipe in bengali)

Prathoma Singha
Prathoma Singha @Guha

#স্ন্যাক্স
#Baburchihut

হানি গার্লিক চিকেন (honey garlic chicken recipe in bengali)

#স্ন্যাক্স
#Baburchihut

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘনটা
২ জন
  1. ৫০০ কেজি চিকেন
  2. ২টেবিল চামচ সয়া সস
  3. ২টেবিল চামচ রেড চিলি সস
  4. ১টেবিল চামচ নুন
  5. ২টেবিল চামচ আদা বাটা
  6. ২টেবিল চামচ রসুনবাটা
  7. ২টেবিল চামচ গোলমরিচ গুঁড়া
  8. ১টেবিল চামচ পাতিলেবুর রস
  9. ৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  10. ১ টি ডিম
  11. ১০ টেবিল চামচ সর্ষের তেল
  12. ২টেবিল চামচ মধু
  13. ১চা চামচ সাদা তিল
  14. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. ২টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি
  16. ২টেবিল চামচ রসুন কুচি
  17. ৫ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১ঘনটা
  1. 1

    ৫০০ কেজি হাড়ছাড়া চিকেন এর টুকরো গুলিকে পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো,রেড চিলি সস,সয়া সস,নুন,আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার,ডিম এইসব দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর যতটা পারবেন ততটা রেখে দেবেন ।

  2. 2

    এবার ওই মেখে রাখা চিকেন গুলোকে সরষের তেলে ভালো করে ভেজে নিতে হবে তারপর একটি অন্য কড়াইতে সাদা তেল দিয়ে তারমধ্যে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর তারমধ্যে ভাজা চিকেন গুলোকে দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এরপর ওভেন বন্ধ করে পরিমাণ মতো মধু দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আর শেষে পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর একটি পাত্রে ঢেলে হানি চিকেন গুলোর ওপরে সাদা তিল,পিঁয়াজ পাতা, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Prathoma Singha

Similar Recipes