নিরামিষ আলুর পরোটা (niramish aloo paratha recipe in bengali)

Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

#KRC6
#week6
Niramis alur porota

নিরামিষ আলুর পরোটা (niramish aloo paratha recipe in bengali)

#KRC6
#week6
Niramis alur porota

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩ জন
  1. ১.৫ কাপ ময়দা
  2. স্বাদ অনুযায়ী নুন
  3. প্রয়োজন অনুযায়ী সাদা তেল
  4. প্রয়োজন অনুযায়ী জল
  5. ৪ টি সিদ্ধ আলু
  6. ১ চা চামচ করে জিরে ও ধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১ টেবিল চামচ আদা বাটা
  10. ১ টেবিল চামচ লঙ্কা কুচি
  11. ১/২ কাপ টমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    ময়দায় ৩ টেবিল চামচ তেল, নুন, মিশিয়ে পরিমান মতো জল দিয়ে মেখে নিতে হবে।

  2. 2

    কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে আদা, লঙ্কা, টমেটো দিয়ে কষিয়ে সেদ্ধ করে মেখে রাখা আলু ও নুন দিয়ে সমস্ত গুঁড়ো মসলা মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তৈরি হয়ে গেলো আলুর পুর।

  3. 3

    এবার ময়দা থেকে লেচি কেটে গোল করে আঙুলের সাহায্য চেপে বাটির মতো করে আলুর পুর ভরে মুখ বন্ধ করে বেলন চাকির সাহায্যে গোল করে পরোটার মতো বেলে নিতে হবে।

  4. 4

    তাওয়া গরম করে তেল ব্রাশ করে পরোটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেলো নিরামিষ আলুর পরোটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

Similar Recipes