আলুর পরোটা (aloor paratha recipe in bengali......)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#KRC6
#Week6
আমি বানালাম নিরামিষ আলুর পরোটা । ঠাকুমা ও দিদা র মতো করে ।

আলুর পরোটা (aloor paratha recipe in bengali......)

#KRC6
#Week6
আমি বানালাম নিরামিষ আলুর পরোটা । ঠাকুমা ও দিদা র মতো করে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 -40 মিনিট
6 টা
  1. 1 কাপআটা
  2. 3/4 কাপময়দা
  3. 2টেবিল চামচ সাদা তেল
  4. 1/2 চা চামচজোয়ান
  5. 4 টাবড় আলু
  6. 1/5 চা চামচহিং
  7. 1 চা চামচআদা কুঁচি
  8. 2 টাকাঁচা লঙ্কা কুঁচি
  9. 1/2 কাপধনে পাতা কুঁচি
  10. 1/2 চা চামচভাঁজা ধনে গুঁড়ো
  11. 1/2 চা চামচআম চুর পাউডার
  12. স্বাদ মত নুন
  13. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

35 -40 মিনিট
  1. 1

    আটা, ময়দা, জোয়ান, 2 টেবিল চামচ তেল, 1/2 চা চামচ নুন একসাথে মিশিয়ে নিয়েছি । এবার প্রয়োজন মতো জল দিয়ে একটা নরম ডো মেখে নিয়েছি। ঢাকা দিয়ে রেখেছি ।

  2. 2

    আলু সেদ্ধ করে, ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়েছি । এবার কড়াই গরম করে 1 টেবিল চামচ তেল দিয়েছি । গরম হলে আদা, কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি, হিং ফোরণ দিয়েছি।একটু নেড়েচেড়ে সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে দিয়েছি,এবার ধনে গুঁড়ো, আমচুর পাউডার, স্বাদ মতো নুন দিয়ে 3-4 মিনিট মিডিয়াম লো আঁচে নেড়েচেড়ে নিয়েছি । ধনেপাতা কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ।
    ঠান্ডা হতে দিয়েছি ।

  3. 3

    এবার মেখে রাখা আটার ডো আরো একটু ডোলে নিয়েছি । 6 ভাগ করেছি ।
    আলুর পুর টাও 6 ভাগ করেছি । এবার একটা করে লেচি নিয়ে একটু বেলে নিয়েছি । মাঝে আলুর পুর দিয়ে, ভালো করে চার ধার একসাথে নিয়ে মুখ বন্ধ করে নিয়েছি । এবার হাল্কা চাপ দিয়ে বেলে নিয়েছি।

  4. 4

    তাওয়া গরম করে পরোটা, প্রথমে দুদিক কয়েক সেকেন্ড সেঁকে নিয়ে, সাদা তেলে উল্টে পাল্টে ভেজে নিয়েছি । চাইলে বাটার দিয়ে ভেঁজে নেওয়া যায় ।
    তৈরি আলুর নিরামিষ পরোটা । আমি তেঁতুল, গুড়, আলু ও ছোলা দিয়ে বানানো পাতলা চাটনি দিয়ে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes