ট্রাইকলর ব্রেড (Tricolour Bread recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#rpd

প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনে আমি এই তিরঙ্গা ব্রেড বানিয়েছি। পালংশাকের সবুজ রং এবং গাজরের গেরুয়া রং ময়দার সাদা রঙের সাথে মিলেমিশে এই সুন্দর স্বাস্থ্যকর ব্রেড সন্ধ্যায় চায়ের সাথে বা ব্রেকফাস্টে খেতে খুব ভালো লাগবে।

ট্রাইকলর ব্রেড (Tricolour Bread recipe in Bengali)

#rpd

প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ দিনে আমি এই তিরঙ্গা ব্রেড বানিয়েছি। পালংশাকের সবুজ রং এবং গাজরের গেরুয়া রং ময়দার সাদা রঙের সাথে মিলেমিশে এই সুন্দর স্বাস্থ্যকর ব্রেড সন্ধ্যায় চায়ের সাথে বা ব্রেকফাস্টে খেতে খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘণ্টা
1 পাউন্ড ব্রেড
  1. 3 কাপময়দা
  2. 3 চা চামচড্রাই ইস্ট
  3. প্রয়োজন মতঈষদুষ্ণ জল
  4. 1 চা চামচ+ 3/4 টেবিল চামচ চিনি
  5. 3/4 চা চামচনুন
  6. 3টেবিল চামচ অলিভ অয়েল
  7. 2 টি মাঝারি গাজর
  8. 1.5 কাপপালং শাক কুচি
  9. প্রয়োজন মতধনেপাতা
  10. 2টেবিল চামচ সেজোয়ান সস

রান্নার নির্দেশ সমূহ

1 ঘণ্টা
  1. 1

    1/4 কাপ ঈষদুষ্ণ জলে 1 চা চামচ চিনি ও ইস্ট দিয়ে ফেরমেন্ট করুন। গাজরের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে পিউরি করে নিন। পালং শাকও পিউরি করুন ব্লেন্ডারে।

  2. 2

    এবার 3 টি মিক্সিং বোলে এক এক কাপ ময়দা, 1/4 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ নুন 1 টেবিল চামচ অলিভ অয়েল দিন। একটি মিক্সিং বোলে পালং পিউরি ও ধনে পাতা কুচি দিন। 2 ন্ড বোলে গাজর পিউরি ও শেজওয়ান সস দিন।

  3. 3

    এবার ময়দা মেখে নিন। সাদা ময়দা ঈষদুষ্ণ জলে মাখুন। সবুজ ও গেরুয়া ময়দা জল ছাড়া মেখে নিন। প্রয়োজন হলে অল্প জল দেবেন। এই ভাবে আমরা 3 টি রঙের ডো পাবো। এবার ডো ঢেকে রাখুন যতক্ষণ না ফুলে ডবল সাইজের হয়।

  4. 4

    এবার ময়দা পাঞ্চ করে রেক্টাঙ্গুলার আকারে বেলে নিন। প্রথমে গেরুয়া, তার উপর সাদা, তারপর সবুজ দিয়ে রোল করে নিন।

  5. 5

    গ্রিস করা ব্রেড বক্সে রেখে আবার ঢেকে রাখুন।ফুলে উঠলে 180° সেন্টিগ্রেডে প্রিহিট করা ওভেনে বেক করুন 20-25 মিনিট উপরটা বাদামি হওয়া অবধি।

  6. 6

    ঠান্ডা হলে স্লাইস করে মাখন মাখিয়ে সার্ভ করুন। অথবা স্যান্ডউইচ বানান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

Similar Recipes