গার্লিক ব্রেড (garlic bread recipe in Bengali)

সুস্মিতা কর্মকার
সুস্মিতা কর্মকার @cook_19235283

#ব্রেড রেসিপি

গার্লিক ব্রেড (garlic bread recipe in Bengali)

#ব্রেড রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১.৫কাপ ময়দা
  2. ১টেবিল চামচ ইস্ট
  3. ১টেবিল চামচ চিনি
  4. 1/2 কাপ উষ্ণ দুধ
  5. ১চা চামচ লবণ
  6. ৩টেবিল চামচ রসুন কুচি
  7. ২চা চামচ অরিগ্যানো
  8. ২চা চামচ চিলি ফ্লেক্স
  9. ১টেবিল চামচ ধনেপাতা কুচি
  10. ২টেবিল চামচ বাটার / মাখন
  11. ২টেবিল চামচ সাদা তেল
  12. ১/২কাপ চীজ কোরানো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে উষ্ণ গরম দুধ এর মধ্যে চিনি,পরিমাণ মতো লবণ আর ইস্ট দিয়ে ৫ মক মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    ৫মিনিট পর তার মধ্যে ২টেবিল স্পুন রসুন কুচি,এক চা চামচ অরিগ্যানো,১টেবিল স্পুন সাদা তেল আর ময়দা দিয়ে ভালো মত ডো বানিয়ে ওপর থেকে সাদা তেল দিয়ে মেখে সেটাকে ঢাকা দিয়ে ৩-৪ ঘণ্টা রেখে দিতে হবে।

  3. 3

    অন্য দিকে একটা পাত্রে বাটার,১চা চামচ অরিগ্যানো,চিলি ফ্লেক্স,,১টেবিল স্পুন রসুন কুচি,ধনেপাতা কুচি দিয়ে ভালো মত মিশিয়ে দিতে হবে।

  4. 4

    ৪ঘণ্টা পর ডো টা ফুলে উঠলে সেটাকে হাত দিয়ে চেপে ভালো মত মেখে বড়ো রুটির মতো বেলে নিতে হবে

  5. 5

    ব্রেড এর ওপর বাটার দিয়ে রেডি করা মিশ্রণ টা ভালো মত ব্রাশ করে দিতে হবে।

  6. 6

    এরপর তার এক সাইড এ চিজ ছড়িয়ে অন্য সাইড টা দিয়ে চেপে মুখ টা বন্ধ করে ওপরে আবার বাটার এর মিশ্রণ টা ব্রাশ করে দিতে হবে।

  7. 7

    এরপর মাইক্রোওয়েভ এ ১৮০°c এ ১৫মিনিট রাখলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
সুস্মিতা কর্মকার

মন্তব্যগুলি

Similar Recipes