নাটি ক্যারট ব্রেড (nutty carrot bread recipe in Bengali)

Luna Bose
Luna Bose @khanawithluna

#ব্রেড রেসিপি
আজ আমি পোস্ট করছি আমার খুব ফেভারিট পুষ্টিকর একটা ব্রেড রেসিপি। খেতেও সুস্বাদু।

নাটি ক্যারট ব্রেড (nutty carrot bread recipe in Bengali)

#ব্রেড রেসিপি
আজ আমি পোস্ট করছি আমার খুব ফেভারিট পুষ্টিকর একটা ব্রেড রেসিপি। খেতেও সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬/৭ জনের জন্য
  1. ৫০০ গ্রাম ময়দা
  2. ১ টেবিল চামচ ড্রাই ইস্ট
  3. ১/২ চা চামচ বেকিং সোডা
  4. ২ টেবিল চামচ চিনি
  5. ১ চা চামচ নুন
  6. ৩ টেবিল চামচ সাদা তেল
  7. ১ টাডিম
  8. ২টো মাঝারি গাজর গ্রেট করা
  9. ১/२ কাপ হালকা গরম জল
  10. প্রয়োজন অনুযয়ীদুধ ময়দা মাখার জন্য
  11. ১/২ কাপ কুচোনো বাদাম (আলমন্ড, চিনেবাদাম, পেস্তা, কাজু)
  12. প্রয়োজন অনুযায়ী কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    হালকা গরম জলে ১ টেবিল চামচ চিনি ও ইস্ট দিয়ে ঢেকে রেখে দিন ফার্মেন্ট করতে।

  2. 2

    একটা পাত্রে ময়দা, নুন, চিনি ও বেকিং সোডা মিশিয়ে তেল, ফার্মেন্ট করা ইস্ট এবং গাজর দিয়ে ভালো করে হালকা গরম দুধ দিয়ে ময়দা নরম করে মেখে ঢাকা দিয়ে রাখুন।

  3. 3

    ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে মাখা ময়দা ফুলে উঠবে।

    এবার বাদাম ও কিসমিস হালকা হাতে মিশিয়ে নিন। বেকিং পাত্রে বাটার পেপার এর উপর মাখা ময়দা রেখে ঢেকে দিন।

  4. 4

    ফুলে উঠলে ওপরে দুধ ব্রাশ করে ১৮০° তে প্রিহিট করা ওভেনে বেক করুন উপরটা হালকা ব্রাউন হওয়া অবধি (২০- ২৫মিন)।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Luna Bose
Luna Bose @khanawithluna

মন্তব্যগুলি

Similar Recipes