গন্ধরাজ ভেটকি (gandhoraj bhetki recipe in Bengali)

Jayita Barman
Jayita Barman @cook_30218093

গন্ধরাজ ভেটকি (gandhoraj bhetki recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ম্যারিনেট ১
  2. ১- ১/২চা চামচআদা বাটা
  3. ১চা চামচরসুন বাটা
  4. ১ টেবিল চামচলেবুর রস
  5. স্বাদ অনুসারেনুন
  6. ম্যারিনেট ২
  7. ১/২কাপদই
  8. ২টেবিল চামচ /১/৩কাপঘন ক্রিম (বেশি ক্রিমি করতে চাইলে দিতে পারেন)
  9. ১টা মাঝারিলেবুর নির্যাস সাইজের লেবু অথবা একটা বড় লেবুর আধা
  10. ২টো কাঁচা লঙ্কা কুচো করে বেটে নিতে হবে
  11. ৬থেকে ৮ টা গ্রেভির জন্য লবঙ্গ ,রসুন ভালো করে কুচানো
  12. ২-৩ টে গন্ধরাজ লেবুর পাতা
  13. স্বাদ অনুসারেনুন
  14. ১চা চামচচিনি
  15. ৩ টেবিল চামচতেল , সর্ষের তেল অথবা অলিভ অয়েল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    মাছ ভালো করে ধুয়ে ২"×২" টুকরো করে কেটে নিয়ে হালকা মুছে নিতে হবে মাছের টুকরো গুলো ম্যারিনেট করতে হবে যেভাবে ম্যারিনেট ১ এ বলা আছে

  2. 2

    ১.৫ চা চামচ আদা বাটা,১ চা চামচ রসুন বাটা,১ টেবিল চামচ লেবুর রস,নুন ।এভাবে ১৫থেকে ২০ মিনিট রেখে দিতে হবে

  3. 3

    এবার একটা অন্য পাত্রে ম্যারিনেট ২ এ দেয়া উপাদান নিতে হবে,১/২ কাপ টক দ্,১/৪ কাপ দূ্‌ধ,২ টেবিল চামচ ঘন ক্রিম,লেবুর নির্যাস ২ টা কাচা লংকা বাটা ।মাছ গুলো ১ নং ম্যারিনেট থেকে বের করে 2 নং ম্যারিনেট দিয়ে ভালো করে মেখে আরো ২০ মিনিট রেখে দিতে হবে

  4. 4

    একটা বড় করা তে তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে কুচি করা রসুন এবং কাচা লংকা দিয়ে সৌতে করে নিতে হবে যতখন না এর সুবাস বের হয়

  5. 5

    ম্যারিনেট থেকে মাছের টুকরো গুলো তুলে নিয়ে খুব সাবধানে করাই তে দিতে হবে ৩০ মিনিট করে একদিক রান্না করতে হবে তারপর মাছ গুলো আস্তে পাল্টে দিতে হবে এবার ম্যারিনেট টা করাই তে দিয়ে মিডিয়াম আঁচে ১০মিনিট রান্না করতে হবে।

  6. 6

    স্বাদ মত নুন ও সামান্য চিনি দিয়ে মিশিয়ে নিয়ে কিছু টা গন্ধরাজ লেবুর পাতা দিতে হবে ২,৪টা চেরা কাচা লংকা দিয়ে দিতে হবে,যদি আপনি একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে আরো ১চামচ লেবুর রস দিতে পারেনএবার ওভেন অফ করে আরো ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayita Barman
Jayita Barman @cook_30218093

Similar Recipes