ধোঁকার ডালনা (Dhokar dalna in bangla recipe)

Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

ধোঁকার ডালনা (Dhokar dalna in bangla recipe)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জনের জন্য
  1. ৫0 গ্রাম ছোলার ডাল
  2. স্বাদ মতনুন
  3. ১/২ চা চামচ চিনি
  4. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ৪ চা চামচ ধনেপাতা কুচি
  6. ১/২ চা চামচ (একটু কম) হিং
  7. ২ টো তেজপাতা
  8. ১/২ চা চামচ গোটা জিরা
  9. ১চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ ঘি
  13. ১/২ চা চামচ(একটু কম) গরম মশলা গুঁড়ো
  14. ৪ টে কাঁচা লঙ্কা
  15. ১/২ কাপ সর্ষের তেল
  16. ১ টা টমেটো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ছোলার ডাল ৫-৬ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো।

  2. 2

    তার পর আদা, কাচা লন্কা আর ডাল এক সাথে বেটে নেবো।

  3. 3

    একটা করাইতে ২ চামচ তেল গরম করে নেবো। তার পর তেলে হিঙ্গ দেবো, তার পর ছোলার ডাল বাটা দিয়ে, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে নারা চারা দেবো।

  4. 4

    একে বারে সুমন হয়ে গেলে একটা থালায়ে অল্প তেল লাগিয়ে ত্যৈরী করে রাখা ডাল বাটা টা থালায়ে ছরিয়ে দেবো।

  5. 5

    গন্ডা হয়ে গেলে পিস - পিস করে কটে ভেজে নেবো।

  6. 6

    করাইতে তেল দিয়ে তজপাত, সুমন লন্কা আর গোটা জিরে ফোরোন দেবো।

  7. 7

    টমেটো বেটে নিয়ে তেলে দিয়ে দেবো। তার পর, জিরা গুরো, লন্কা গুরো, ধনে গুরো, গরম মসলা গুঁড়া, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে কসিয়ে নিতে হবে।

  8. 8

    মসলা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে, ভেজে রাখা ধোকা গুলো করাইতে দিয়ে, ঘি দিয়ে ভালো করে ফুটতে দেবো। একটুমাখা- মাখা হয়ে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আমার জোকার ডানা পরিবেশনের জন্য রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nivedita Sarkar
Nivedita Sarkar @pinkycook_26416947

মন্তব্যগুলি

Similar Recipes