চিকেন পাস্তা ইন ক্রিমি হোয়াইট সস(Chicken pasta in creamy white sauce recipe in Bengali)

Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

চিকেন পাস্তা ইন ক্রিমি হোয়াইট সস(Chicken pasta in creamy white sauce recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ২ কাপ পাস্তা(আমি ফুসিলি নিয়েছি)
  2. ১/৪ কাপ পেঁয়াজ কুচি
  3. ২ চা চামচ রসুন কুচি
  4. ২৫০ গ্রাম চিকেন ব্রেস্ট সেদ্ধ করে লম্বা টুকরো করা
  5. ১/২ ক্যাপ্সিকাম স্লাইস
  6. ১/২ কাপ সুইট কর্ন
  7. ১/৪ কাপ মাশরুম স্লাইস
  8. ২ টেবিল চামচ বাটার
  9. ৪০০ মি লি দুধ
  10. ২ চা চামচ ময়দা
  11. ১/৪ কাপ গ্ৰেট করা প্রসেসড চীজ
  12. ১/২ কাপ গ্ৰেট করা পারমিজান চীজ
  13. স্বাদ মতইটালিয়ান সিসজনিং
  14. স্বাদ মতচিলি ফ্লেক্স
  15. ১/২ চা চামচ গোলমরিচ গুঁরো
  16. ১ চা চামচ অরিগ্যানো
  17. ২ টেবিল চামচ অলিভ অয়েল
  18. ১/৪ কাপ অলিভ টুকরো

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমত পাস্তা সেদ্ধ করার জন্য একটা সসপ্যানে জল ফুটিয়ে নিলাম। জল ফুটলে ১ চা চামচ অলিভ অয়েল আর পাস্তা দিয়ে আল দান্তে অবস্থায় আসার পর্যন্ত সেদ্ধ করতে হবে। আল দান্তে মানে রান্নার পরে বেশি শক্ত না আবার খুব নরমও হবে না। পাস্তা সেদ্ধ হতেই জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এবার হোয়াইট সস করার জন্য একটি পাত্র হালকা গরম করে ১ চামচ বাটার দিতে হবে। ওর মধ্যেই ময়দা ভালোকরে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বেঁধে না থাকে। তারপর উষ্ণ গরম দুধ দিয়ে ক্রমাগত নাড়ুন। এরপর প্রসেসড চীজ, পারমিজান চীজ দিয়ে ভাল করে মিক্স করতে হবে। অল্প গোলমরিচ গুঁরো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ইটালিয়ান সিসজনীং, নুন স্বাদ মত দিতে হবে। হোয়াইট সস রেডি।

  3. 3

    এবার রান্নার প্যানে তেল ও বাটার গরম করে তাতে রসুন কুচি আর পেঁয়াজ ভেজে নিলাম। এবার এক এক করে সব সব্জি হাই ফ্লেমে কুক করতে হবে। সেদ্ধ করা চিকেন ব্রেস্ট টুকরো গুলো দিয়ে নাড়তে হবে। এই অবস্থায় হোয়াইট সস দিয়ে মিক্স করতে হবে।

  4. 4

    তারপর বেঁচে যাওয়া গোলমরিচ গুঁরো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ইটালিয়ান সিসজনীং মিক্স করতে হবে। নুন চেক করে দরকার হলে দিতে পারেন। অলিভ টুকরো দিয়ে মিক্স করে পাস্তা মাখো মাখো হলে নামিয়ে গরম গরম সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

Similar Recipes