অ‍্যারাবিতা  সস পাস্তা (arabita sauce pasta recipe in Bengali)

Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

#কিডস স্পেশাল রেসিপি
#goldenapron3
এই রেসিপিটি বাচ্চাদের খুবই প্রিয় এবং এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত।আমার বাচ্চার খুব ফেভারিট একটি রেসিপি হলো এই পাস্তাটি। এটি খুবই চটজলদি এবং খুবই পছন্দের রেসিপি।

অ‍্যারাবিতা  সস পাস্তা (arabita sauce pasta recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
#goldenapron3
এই রেসিপিটি বাচ্চাদের খুবই প্রিয় এবং এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত।আমার বাচ্চার খুব ফেভারিট একটি রেসিপি হলো এই পাস্তাটি। এটি খুবই চটজলদি এবং খুবই পছন্দের রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন  এর জন‍্য
  1. 100 গ্রামপেনে পাস্তা
  2. পরিমাণ মতো অ্যারাবিতা সস বা রেড সস
  3. 1টা মাঝারি পেঁয়াজ কুচি
  4. 4-5কোয়া রসুন কুচি
  5. 1টেবিল চামচ অলিভ অয়েল
  6. স্বাদমতো নুনও চিনি
  7. 1চা চামচ গোলমরিচের গুঁড়ো
  8. স্বাদমতো চিলি ফ্লেক্স
  9. প্রয়োজন অনুযায়ীঅল্প সেদ্ধ করা বিনস, গাজর,জুকনি, বেলপেপার মাশরুম,কর্ন (ইচ্ছে হলে)
  10. 1 টিসাজানোর জন্য বেসিল পাতা
  11. পরিমাণমতো গ্রেটেড চীজ
  12. অ‍্যারাবিতা সস বানানোর উপকরণ
  13. 500 গ্রামটমেটো
  14. পরিমাণমতো টমেটো পিউরি
  15. 2 টিপেঁয়াজ
  16. 8-10কোয়া রসুন কুচি
  17. পরিমান মত লিক সেলেরি
  18. পরিমাণ মতো টোবাস্কো সস
  19. পরিমান মত সাদা তেল বা অলিভ অয়েল
  20. 4-5টা গোটা গোলমরিচ
  21. 3/4টি তেজপাতা
  22. 1চা চামচ গোলমরিচ গুঁড়ো
  23. স্বাদমতো নুন ওচিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    অ‍্যারাবিতা সস বানানোর পদ্ধতি _ প্রথমে টমেটো গুলি ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে হালকা ফুঁটিয়ে নিয়ে স্কিন পিল অফ করে চপড করে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পাঁচ ছটা গোটা গোলমরিচ এবং তিন-চারটা তেজপাতা ফোঁড়ন দিলাম তারপর এর মধ্যে একে একে পেঁয়াজ কুঁচি টা দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে রসুন কুঁচি আর চপড স‍্যালারী দিয়ে নাড়তে থাকলাম কিছুক্ষন করার পর চপড টমেটো দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম তারপরে এরমধ্যে টমেটো পিউরি দিয়ে ভালো করে কিছুক্ষণ আরো নাড়তে থাকলাম এবং নুন ও চিনি যোগ করলাম

  2. 2

    তারপর এতে টোবাস্কো সস যোগ করলাম এবং ভালোভাবে নাড়তে থাকলাম তার পরেতে অল্প গোলমরিচ গুঁড়ো এবং বেসিল পাতা ছিঁড়ে নিয়ে মেশালাম এবং বেশ কিছুক্ষণ নাড়তে থাকলাম,ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিলাম।এই ভাবে তৈরি হয়ে গেল অ‍্যারাবিতা সস বা রেড সস।

  3. 3

    রেড সস পাস্তা বা অ‍্যারাবিতা সস পাস্তা বানানোর পদ্ধতি_ গ্যাসে বড় কড়াই বসিয়ে গরম করে নিয়ে পরিমাণমতো জল দিয়ে বয়েলড করলাম এবং জলের মধ্যে অল্প নুন
    ও সাদা তেল দিলাম। তারপর এরমধ্যে পাস্তা টা দিয়ে 6/8 মিনিট সেদ্ধ করলাম এরপর সেদ্ধ করা পাস্তাটা ঝুড়ির মধ্যে ফেলে দিলাম উপর থেকে ঠান্ডা জল ঢেলে ঠান্ডা করলাম এবং জল ঝরাতে দিলাম।

  4. 4

    এবার নন স্টিক ফ্রাই প্যানে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে রসুন কুচি তা দিয়ে দিলাম কিছুক্ষণ সতেঁ করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি টা দিয়ে দিলাম এবং হালকা সতেঁ করলাম। তারপর এরমধ্যেই ইচ্ছে করলে সেদ্ধ করা ভেজিটেবিল গুলো যোগ করলাম।

  5. 5

    এরপর এর মধ্যে রেড সস/ অ‍্যারাবিতা সস দিয়ে দিলাম পরিমাণমতো এবং ভালো করে নাড়াচাড়া করলাম এবং এর মধ্যে নুন গোলমরিচ দিয়ে সিজনিং করলাম।

  6. 6

    তারপর এরমধ্যে সেদ্ধ করা পাস্তা টা যোগ করলাম এবং ভালো করে পাস্তা, সস এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে স্বাদমতো নুন চিনি যোগ করলাম।

  7. 7

    নামানোর আগে এরমধ্যে স্বাদমতো চিলি ফ্লেক্স এবং গ্রেটেট চীজ ছড়িয়ে দিয়ে পাস্তা টা নামিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে নিয়ে।

  8. 8

    পরিবেশনের সময় প্লেটে সাজিয়ে এর উপর একটি বেসিল পাতা রেখে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debalina Mukherjee
Debalina Mukherjee @cook_18210623

Similar Recipes