আলু টিক্কি চাট স্ট্রিট স্টাইল রেসিপি(Aloo Tikki Chat Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

আলু টিক্কি চাট স্ট্রিট স্টাইল রেসিপি(Aloo Tikki Chat Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৬ টা আলু
  2. ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  3. ৪টে লঙ্কা কুচি
  4. স্বাদ মতনুন
  5. ১চা চামচ চিনি
  6. ১/২ চা চামচ বিটনুন
  7. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  8. প্রয়োজন মতধনেপাতা কুচি
  9. ২ টেবিল চামচ বাদাম
  10. ২চা চামচ সাদা তেল
  11. ১ কাপ টকদই
  12. ১/৪ কাপ ধনেপাতার চাটনি
  13. ১/৪ কাপ তেতুলের চাটনি
  14. প্রয়োজন অনুযায়ীভুজিয়া সাজানোর জন্য
  15. ৪ টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে খোসা সুদ্ধ আলু কুকারে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, তবে একটু শক্ত থাকলে ভালো হয়।

  2. 2

    এবার খোসা ছাড়িয়ে গ্ৰেটারে ঘষে নিলাম, দেখতে হবে যেনো কোন ও দলা না থাকে ।এরমধ্যে নুন,লঙ্কা কুচি, ধনেপাতা কুচি,১/২চামচ লঙ্কা গুড়ো, কর্নফ্লাওয়ার ও ২ চামচ তেল দিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এবার হাতে একটু তেল মাখিয়ে টিক্কি র আকারে সবকটি গড়ে নিলাম।

  4. 4

    এবার প‍্যানে তেল গরম করে অল্প আঁচে টিক্কি গুলো দিয়ে স‍্যালোফ্রাই করে নিলাম।

  5. 5

    একটি বাটিতে টকদই, বিটনুন,১চামচ চিনি ও ১/২ চামচ লঙ্কা গুড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি।
    ধনেপাতা,বাদাম,লঙ্কা ও ১চামচ লেবুর রস মিশিয়ে চাটনি বানিয়ে নিয়েছি।
    তেতূলের কাথের মধ্যে নুন,চিনি ও লঙ্কা গুড়ো মিশিয়ে নিয়েছি।

  6. 6

    এবার একটি প্লেটে টিক্বি গুলো রেখে ওপরে পরপর দই,ধনেপাতার চাটনি,তেতূলের চাটনি,বিটনুন, লঙ্কার গুড়ো, ভুজিয়া ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes