পাপড়ি চাট(Papdi chat recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#Streetology
পাপরি চাট সব জায়গার খুব প্রিয় একটি স্টিট ফুড.

পাপড়ি চাট(Papdi chat recipe in Bengali)

#Streetology
পাপরি চাট সব জায়গার খুব প্রিয় একটি স্টিট ফুড.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1.30 মিনিট
4 জন
  1. পাপড়ির জন্য
  2. 2টেবিল চামচ সুজি
  3. 1 কাপময়দা
  4. স্বাদমতোলবণ
  5. 1/2 চা চামচজোয়ান
  6. 1/4 চা চামচকালো জিরে
  7. পরিমান মতভাজার জন্য তেল
  8. অন্যান্য উপকরণ
  9. 2 টিআলু সেদ্ধ
  10. 1/4 কাপধনেপাতা কুচি
  11. 1 টাটমেটো কুচি করা
  12. স্বাদমতোবিটনুন
  13. পরিমাণ মতো শুকনা তাওয়ায় ভাজা মসলা(ধনে, জিরে, শুকনো লঙ্কা)
  14. প্রয়োজন মত তেতুল আর খেজুরের মিষ্টি চাটনি
  15. প্রয়োজন মত ধনেপাতার চাটনি
  16. 100 গ্রামটক দই
  17. পরিমাণ মত চাট মসলা
  18. 1/2 কাপঝুরি ভাজা
  19. স্বাদ মতখাবার লবণ
  20. 2 টিকাঁচা লঙ্কা কুচি
  21. 2টেবিল চামচ চটকানো পাকা তেঁতুলের রস

রান্নার নির্দেশ সমূহ

1.30 মিনিট
  1. 1

    ময়দার মধ্যে সুজি, লবণ,2 টেবিল চামচ তেল, কালোজিরে, জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে জল দিয়ে মেখে নিয়ে এক ঘন্টার জন্য ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে. একঘন্টা পরে আবার ভাল করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিতে হবে. টক দই এর মধ্যে বিটলবণ, সামান্য চিনি, ভাজা মসলা আর সামান্য জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে. ধনেপাতার চাটনি আর তেতুলের মিষ্টি চাটনি বানিয়ে রাখতে হবে.

  2. 2

    সবগুলো বেলে নিয়ে কড়াই গরম করে বাদামি করে তেলে ভেজে নিতে হবে. এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে.

  3. 3

    এবার একটি পাত্রে আলু ছোট ছোট করে কেটে নিয়ে এরমধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের রস,1 টেবিল চামচ ভাজা মসলা, খাবার লবণ, বিট লবণ. চাট মসলা সবকিছু দিয়ে মিশিয়ে নিতে হবে.

  4. 4

    এবার যে প্লেটে পরিবেশন করা হবে সেই প্লেটে আগে পাপড়ি গুলো তেঁতুলের আর খেজুরের মিষ্টি চাটনি মধ্যে ডুবিয়ে প্লেটে রাখতে হবে. এবার পাপড়ি গুলোর উপরে মাখানো আলুগুলো রাখতে হবে. এবার এক এক করে উপরে ধনেপাতা চাটনি, মিষ্টি চাটনি, টক দই, ভাজা মসলা, ধনেপাতা,বিটনুন, চাট মসলা আর সেও ভাজা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes