ডিমের ডালনা(dimer dalna recipe in Bengali)

Sanchita Banerjee
Sanchita Banerjee @Sanchita_70

ডিমের ডালনা(dimer dalna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 টিআলু
  2. 2 টোপেঁয়াজ বাটা
  3. 2 টিটমেটো কুচি
  4. 4 টিকাঁচা লঙ্কা চেরা
  5. 2 চা চামচধনে পাতা কুচি
  6. 1 চা চামচআদা রসুন বাটা
  7. 1 চা চামচধনে জিরে গুঁড়ো
  8. 1 চা চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  9. 1/2 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. স্বাদ মতলবণ
  12. পরিমাণ মততেল
  13. 1 টাশুকনো লঙ্কা
  14. 1/2 চা চামচকালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে ।

  2. 2

    কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আলুর টুকরো গুলো দিয়ে আর ও একটু ভেজে নিতে হবে ।

  3. 3

    ওর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ ও কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো ভাবে কষে নিতে হবে ।

  4. 4

    টমেটো কুচি ও নুন দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে ।এবার মশলার কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতো জল দিয়ে ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে ।

  5. 5

    আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে ।একটু ফুটে উঠলে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি ডিম আলুর ঝোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Banerjee
Sanchita Banerjee @Sanchita_70

মন্তব্যগুলি

Similar Recipes