সাবুর বড়া(sabur Bora recipe in Bengali)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#SSR
মহাশিব রাত্রীর উপবাস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজনে,আমি খুশী আমি আমার রেসিপি শেয়ার করছি ও আনন্দ উপভোগ করতে পারছি। বন্ধুরা তোমাদের এই রেসিপি শেয়ার করছি।

সাবুর বড়া(sabur Bora recipe in Bengali)

#SSR
মহাশিব রাত্রীর উপবাস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজনে,আমি খুশী আমি আমার রেসিপি শেয়ার করছি ও আনন্দ উপভোগ করতে পারছি। বন্ধুরা তোমাদের এই রেসিপি শেয়ার করছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০মিনিট
কয়েক জনের জন্য
  1. 50গ্ৰাম ছোট সাবু দানা৩০/৩৫মিনিট ভেজানো
  2. 2টেবিল চামচ রোস্টেড বাদাম ক্রাস করা
  3. 1/2চা-চামচ চামচ ভাজা লঙ্কা ক্রাস করা
  4. 1/2চা-চামচ গোল মরিচ গুঁড়ো
  5. 2 টিকাঁচা লঙ্কা কুচি ঐচ্ছিক
  6. 1টেবিল চামচ ধনেপাতা কুচি/পুদিনা পাতা কুচি দিয়ে
  7. 1 চা চামচআদা/আম আদা কুচি মিহি
  8. সামান্যহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচরোস্টেড জিরে গুঁড়ো
  10. ৩/৪ টেবিল চামচ আলু সেদ্ধ কুচি
  11. প্রয়োজন মতনুন
  12. পরিমাণ মতচিনি
  13. পরিমাণ মতসাদা তেল ভাজার মত
  14. পরিমাণ মতপরিবেশনের জন্য টমেটো বা যেকোন সস

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০মিনিট
  1. 1

    প্রথমে ভেজানো সাবু জল ঝড়িয়ে বোলে নিয়ে একে একে সমস্ত উপকরণ রেডি করে রাখলাম

  2. 2

    এবার ১টি বোলে ভেজানো ফুলে ওঠা সাবু দানা জল ঝড়িয়ে নিলাম,এবার সমস্ত উপকরণ একে একে নিয়ে ভাল করে মিশিয়ে নিলাম

  3. 3

    এই মন্ড থেকে এক সাইজের বড়ার মত তৈরি করে প্লেটে রাখলাম ও কড়াই বসিয়ে হাই আঁচে তেল দিয়ে গরম হলে বড়ার আকৃতি দিয়ে দিলাম,এবার মিডিয়াম আঁচে ভাজতে শুরু করলাম ও উল্টে দিয়ে ভেজে নিলাম

  4. 4

    ভাজা হয়ে গেলে সার্ভিস ডিসে নিয়ে সস সহযোগে মহা শিব রাত্রির উপবাসের জন্য রেডি আমার বানানো সাবু দানার বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes