সাবুর পায়েস বা ক্ষীর (Sabur Payesh Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

সাবুর পায়েস বা ক্ষীর (Sabur Payesh Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪-৫ জন
  1. ১কাপ সাবু (বড় দানা)
  2. ১লিটার দুধ
  3. ২টেবিল চামচ গুঁড়ো দুধ(অপশনাল)
  4. ১/২ কাপ পাটালি গুড় (প্রয়োজন মতো)
  5. ১টেবিল চামচ ঘি
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  7. ২টেবিল চামচ কাজু,আমন্ড ও কিসমিস
  8. সামান্যনুন
  9. ৪টে পেস্তা সাজানোর জন্যে

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে সাবু ভালো করে ধুয়ে৩০ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে।এবার জল ঝড়িয়ে নিতে হবে।

  2. 2

    এবার ননষ্টিক কড়াইয়ে ১/২ চামচ ঘি ছড়িয়ে গরম হলে সাবু দিয়ে দেড় মিনিট নাড়াচাড়া করে আগে থেকে জ্বাল দেওয়া দুধ দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে, সমানে নাড়িয়ে যেতে হবে

  3. 3

    এবার নাড়তে নাড়তে সাবু গলে যাবে ও দুধ ও বেশ ঘন হয়ে যাবে, গুড়ো দুধ অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে।এবার এর মধ্যে পাঠালি গুড় দিয়ে দেবো।

  4. 4

    সমানে নাড়িয়ে যেতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে।এবার অন্য একটি কড়াইয়ে ঘি দিয়ে বাদাম ও কিসমিস ভেজে ক্ষীরের ওপর ছড়িয়ে দেবো।

  5. 5

    এবার ক্ষীর বেশ ঘন হয়ে গেছে, এলাঁচ গুড়ো ছড়িয়ে নামিয়ে নেবো।

  6. 6

    এবার বাটিতে ঢেলে ওপরে কাজু, কিসমিস ও পেস্তা ছড়িয়ে সাজিয়ে দিলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes