ট্যাংরা মাছের রসা(Tangra Macher Rosa recipe in Bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

#BRR
বাঙালি রান্নার রেসিপি আমার অত্যন্ত পছন্দের মাছ ট্যাংরা। আজ আমি এটি দিয়ে রসা বানিয়ে নিলাম।

ট্যাংরা মাছের রসা(Tangra Macher Rosa recipe in Bengali)

#BRR
বাঙালি রান্নার রেসিপি আমার অত্যন্ত পছন্দের মাছ ট্যাংরা। আজ আমি এটি দিয়ে রসা বানিয়ে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্ৰাম ট্যাংরা মাছ
  2. একটি টমেটো কুচি
  3. ১/৪ কাপ ধনেপাতা কুচি
  4. ১/২ ইঞ্চি আদা
  5. ৪ টি কাঁচা লঙ্কা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরে গুঁড়ো
  9. পরিমাণ মত সরষের তেল
  10. পরিমাণ মত নুন
  11. ১/৮ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। আদা ঘসে বা বেটে নিতে হবে।

  2. 2

    মাছ ভাজার কড়াই তে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম হলে, এরমধ্যে টমেটো কুচি ও নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো একটু নরম হলে এরমধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেরে টমেটো একেবারে পিউরি বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এরমধ্যে ১ কাপ উষ্ণ গরম জল দিয়ে, ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে।

  4. 4

    মাছ দিয়ে সামান্য ফুটতে দিতে হবে, ফুটে উঠলে, এরমধ্যে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ও চিনি দিয়ে, সামান্য নেড়ে চেরে গ্যাসের ফ্লেম অফ করে, ৫ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। ৫ মিনিট পর ঢাকা খুলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes