ধোঁকার ডালনা

Umasri Bhattacharjee
Umasri Bhattacharjee @cook_15443338

#রাঁধুনি
বাঙালি ও বাংলার ঐতিহ্যবাহী কিছু রান্নার মধ্যে ধোঁকার ডালনা একটি খুবই পরিচিত ও জনপ্রিয় আইটেম । নিরামিষ খেলেও যেমন খোঁজ পড়ে ধোঁকার ডালনার, আবার বাংলার বাইরে কোথাও বেড়াতে গেলে সেখানেও খোঁজ করে থাকি এই সুস্বাদু ধোঁকার ডালনার..

ধোঁকার ডালনা

#রাঁধুনি
বাঙালি ও বাংলার ঐতিহ্যবাহী কিছু রান্নার মধ্যে ধোঁকার ডালনা একটি খুবই পরিচিত ও জনপ্রিয় আইটেম । নিরামিষ খেলেও যেমন খোঁজ পড়ে ধোঁকার ডালনার, আবার বাংলার বাইরে কোথাও বেড়াতে গেলে সেখানেও খোঁজ করে থাকি এই সুস্বাদু ধোঁকার ডালনার..

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

ছয় জনের জন্য
  1. 1 কাপছোলার ডাল
  2. 1 কাপমটর ডাল
  3. 1টেবিল চামচ আদা বাটা
  4. 1টেবিল চামচ কুচোনো আদা
  5. 1চা চামচ জিরা গুঁড়ো
  6. 2টোকাঁচালঙ্কা বাটা
  7. 3-4টেগোটা কাঁচা লঙ্কা তিন-চারটে
  8. 2 চা চামচলংকা গুড়া
  9. 1/4 চা চামচ হিং
  10. 1 টেবিল চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. 1/2 কাপটমেটো কুচি
  13. 1/2 কাপ পেঁয়াজ কুচি
  14. 1 চা চামচগরম মশলা গুঁড়ো (ইচ্ছেনুসার)
  15. 1 চা-চামচফোঁড়নের জন্য-- জিরা
  16. 2টো তেজপাতা
  17. 1টাদারচিনি
  18. 2টো করেলবঙ্গ ও ছোট এলাচ
  19. 1 টেবিল চামচঘি
  20. 3টেবিল-চামচ সরষের তেল ডালনা বানাবার জন্য
  21. 2 চা চামচহলুদ
  22. 1/2 কাপ সাদা তেল ধোঁকা গুলো ভাজবার জন্য
  23. স্বাদমতোনুন ও চিনি
  24. ২টো ডুমো ডুমো করে কেটে রাখা আলু

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ছোলার ডাল মটর ডাল আলাদা আলাদা করে 4-5 ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    ডাল জল থেকে তুলে 1 টেবিল চামচ কুচানো আদা,গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে ।

  3. 3

    এবার এর সাথে 1/4 চা চামচ খাবার সোডা, নুন ও একটু চিনি মিশিয়ে 5-10 মিনিট মত ঢেকে রেখে দিতে হবে

  4. 4

    কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোটা জিরে ও হিং ফোড়ন দিয়ে ডাল বাটা টা ঢেলে দিতে হবে একটু নেড়েচেড়ে জিরে গুঁড়ো টা দিতে হবে । নুন মিষ্টি দরকার হলে আর একটু দিতে হবে

  5. 5

    বাটাটা যখন কড়ার থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তারপর এটাকে নামিয়েএকটা তেল মাখানো প্লেটের উপর ছড়িয়ে দিতে হবে

  6. 6

    ঠান্ডা হলে পিস পিস করে ধোঁকার মত কেটে নিতে হবে

  7. 7

    তারপর সাদা তেলে এই ধোকা গুলো ডিপ ফ্রাই করে দিতে হবে

  8. 8

    এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলু গুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে

  9. 9

    তারপর ওই তেলে ফোঁড়নের সব মসলা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে আদা ও কাঁচা লঙ্কা বাটা একটু জলে গুলে দিয়ে দিতে হবে । আদার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি টা দিয়ে দিতে হবে । টমেটো সিদ্ধ হয়ে গেলে এক এক করে সব মসলা দিতে হবে ও কষাতে হবে দরকার হলে আরো একটু জল দিতে হবে

  10. 10

    মসলা কষিয়ে তেল ছাড়লে ভেজে রাখা আলু গুলো দিয়ে আরো একটু নেড়েচেড়ে উষ্ণ জল ঢেলে ঢেকে দিতে হবে ।

  11. 11

    আলু সেদ্ধ হয়ে গ্রেভি টা বেশ ঘন ঘন হয়ে আসলে ধোঁকা গুলো দিয়ে আরো মিনিট পাঁচেক গ্যাস একদম কম করে রান্না করতে হবে

  12. 12

    তারপর ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে । চাইলে একটু গরম মসলা গুঁড়ো দেওয়া যেতে পারে

  13. 13

    তৈরি সুস্বাদু ধোঁকার ডালনা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই বেশ ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Umasri Bhattacharjee
Umasri Bhattacharjee @cook_15443338

মন্তব্যগুলি

Similar Recipes