শোল মাছের আম কাসুন্দি

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#রাধুনী#আম দিয়ে শোল মাছের পদ টি খুব সুস্বাদু। আম, শোল মাছ আর কাসুন্দি দিয়ে এই রান্না টি বানান হয়।

শোল মাছের আম কাসুন্দি

#রাধুনী#আম দিয়ে শোল মাছের পদ টি খুব সুস্বাদু। আম, শোল মাছ আর কাসুন্দি দিয়ে এই রান্না টি বানান হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2 জন
  1. 4 পিসশোল মাছ
  2. 6 টুকরোআম লম্বা করে কাটা
  3. 3 চা চামচপেঁয়াজ বাটা
  4. ১/২চা চামচ আদাবাটা
  5. ১/২চা চামচরসুন বাটা
  6. পরিমাণ মতোনুন
  7. ৪ টেবিল চামচসরষের তেল
  8. ১/৪ চা চামচচিনি
  9. ২চা চামচ কাসুন্দি
  10. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  11. ১ চা চামচহলুদ
  12. ৩টেকাঁচা লঙ্কা চেরা
  13. ১/২ চা চামচফোড়ন
  14. জল দরকার মতো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাছে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলে পাঁচ ফোড়ন দিতে হবে। পাঁচ ফোড়ন র গন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজতে হবে

  3. 3

    পেঁয়াজ লালচে হলে আদা ও রসুন বাটা দিয়ে কষতে হবে বেশ কিছু ক্ষন, তারপর লঙ্কা,হলুদ, নুন, চিনি দিয়ে কষে আম দিয়ে দিতে হবে।

  4. 4

    আম দিয়ে কষে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।

  5. 5

    আম সেদ্ধ হলে ভাজা মাছ দিয়ে 2 মিনিট মত রান্না করে নিতে হবে। তারপর কাসুন্দি ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে, গ্যাস অফ করে পাত্রে ঢেলে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি

Similar Recipes