বাদাম পনির চীজ ডিলাইট

বাদাম পনির চীজ ডিলাইট
রান্নার নির্দেশ সমূহ
- 1
বাদাম হালকা রোস্ট করে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি. কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি. চারমগজ বেটে নিয়েছি. পনির আন্দাজ মতো টুকরো কেটে নিয়েছি. চীজ গ্রেট করে নিয়েছি।
- 2
আদা, জিরা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি. দারচিনি ও এলাচি গুঁড়ো করে নিয়েছি ।
- 3
এবার একটি ফ্রাই প্যানে রিফাইন্ড তেল গরম করে পনির এর টুকরো গুলো হালকা ভেজে তুলে নিয়েছি।
- 4
ফ্রাই প্যান এ রাখা বাকি তেল এ গোটা জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোঁড়ন দিয়েছি এবং একে একে আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো ও চিনি মিলিয়ে কষিয়ে নিয়েছি।
- 5
গ্রেট করা চীজ দিয়ে ভালো করে নাড়িয়ে, হলুদ গুঁড়ো, চারমগজ বাটা ও চিনা বাদাম বাটা দিয়ে আন্দাজমতো নুন দিয়ে কষিয়ে নিয়েছি।
- 6
আধা কাপ দুধ ও আধা কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটে উঠলে পনির টুকরো গুলো দিয়ে 5 মিনিট মধ্যম আঁচে ঢাকা দিয়ে রেখেছি. একটু ঘন গ্রেভি হয়ে এলে দারচিনি ও এলাচি গুঁড়ো দিয়েছি।
- 7
নামানোর আগে মাখন মিশিয়ে নামিয়ে নিয়ে সেদ্ধ করা কড়াইশুঁটি মিশিয়ে 5 মিনিট ঢেকে রেখে পরিবেশন করেছি ।
কুকস্ন্যাপগুলি
আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!
Similar Recipes
More Recipes
মন্তব্যগুলি