পালং কোপ্তা কারি

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#OnerecipeOnetree
# ইবুক

পালং কোপ্তা কারি

#OnerecipeOnetree
# ইবুক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রামপালং শাক কুচি করে কাটা
  2. ১ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ
  3. ২ টো কাঁচা লংকা কুচি
  4. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  5. ১/৩ চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১/২ চা চামচ আদা কুচি
  7. ১/২ চা চামচ জোয়ান
  8. ৫ টেবিল চামচ বেসন
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. পরিমাণ মতোধনে পাতা
  11. ১ চা চামচ তেল
  12. গ্রেভির জন্য
  13. ১ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট
  14. ১ টা তেজপাতা
  15. ৪-৫ টা গোলমরিচ
  16. ২ টুকরো দারুচিনি
  17. ২ টো এলাচ
  18. ২ টো কাঁচা লঙ্কা
  19. ১/২ চা চামচ জিরা ফোড়নের জন্য
  20. ১ চা চামচ ধনে জিরা বাটা
  21. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  22. ১/২ চা চামচ লংকা গুঁড়ো
  23. স্বাদ অনুযায়ীনুন
  24. ১ চা চামচ মেথি পাতা
  25. পরিমাণ মতোধনে পাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব সামগ্রী গুলো একজায়গায় করে রেখেছি তারপর একটা বাটিতে কুচি করা পালক সাক নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, হলুদ, লংকা গুঁড়ো, জোয়ান, আদা কুচি, লঙ্কা কুচি ও ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

  2. 2

    এবার অল্প অল্প বেসন দিয়ে আঠালো ভাব হওয়া পর্যন্ত মাখতে হবে । মাখা হলে এবার নুন ও ১ চামচ তেল দিয়ে মেখে নিতে হবে ।

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে হাতের সাহায্যে গোল গোল বানিয়ে নিতে হবে ।

  4. 4

    এবার গরম তেলে একটা একটা বল গুলো দিয়ে সোনালি / ব্রাউন করে ভেজে নিতে হবে । আর আলাদা একটা পাত্রে রেখে দিতে হবে ।

  5. 5

    এবার আবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে গোটা গরম মসলা দিয়ে ওর মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে কাঁচা গন্ধ জাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ।

  6. 6

    এবার আদা রসুন বাটা, ধনে জিরা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর টমেটো দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে ও অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে ।

  7. 7

    ২-৩ মিনিট পর কোপ্তা গুলো ঢেলে দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ও ধনে পাতা কুচি দিয়ে একটু সময় রান্না করে নামিয়ে নিতে হবে ।

  8. 8

    হয়ে গেল পালং কোপ্তা এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes