ড্রাই এগ পাস্তা উইথ ভেজিটেবল (dry egg pasta with vegetables recipe in Bengali)

Pratima Biswas Manna
Pratima Biswas Manna @Pratima
Ahmedabad

#আমার প্রিয় স্ন্যাকস রেসিপি

ড্রাই এগ পাস্তা উইথ ভেজিটেবল (dry egg pasta with vegetables recipe in Bengali)

#আমার প্রিয় স্ন্যাকস রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামপাস্তা
  2. 2টেবিল চামচ তেল
  3. 2টো ডিম
  4. 1/2 কাপকুচানো গাজর
  5. 1/2 কাপকুচানো ক্যাপ্সিকাম
  6. 1/2 কাপকুচানো বাধাকপি
  7. 1/2 কাপকুচানো আলু
  8. 1/2 কাপকুচানো পেঁয়াজ
  9. স্বাদমতো নুন
  10. 1/4চা চামচ হলুদ গুঁড়ো
  11. 2টো কাচালঙ্কা কুচি
  12. 1/2টেবিল চামচ সোয়া সস
  13. 1টা ম্যাগি ম্যাজিক মশালার প্যাকেট

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পাস্তা তা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    তারপর কড়াই তে অল্প তেল দিয়ে ডিম 2টো ভুজিয়া বনিয়ে তুলে রাখতে হবে।

  3. 3

    তারপর বাকি তেল টা গরম করে তাতে এক এক করে সব ভেজিটেবল গুলো দিয়ে ভাজ্তে হবে।

  4. 4

    পরিমান মত নুন আর হলুদ দিয়ে ভেজিটেবল গুলো ভেজে নিতে হবে।

  5. 5

    এরপর কড়াই তে সোয়া সস দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করা পাস্তা গুলো দিয়ে দিতে হবে।

  6. 6

    একটু ভাজা ভাজা করে ম্যাগি ম্যাজিক মশালা টা আর ভেজে তুলে রাখা ডিমের ভুজিয়া টা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই রেডি চট জলদি স্ন্যাকস ড্রাই এগ পাস্তা উইথ ভেজিটেবল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratima Biswas Manna
Ahmedabad
আমি কুকপ্যাড বাংলার একটি অংশ যে কম্যুনিটি নিরন্তর সেই সকল রন্ধনকারীকে সমর্থন করে চলেছে যারা অক্লান্ত ও নিরন্তর ভাবে অপরের জন্য রান্নায় প্রয়াস চালিয়ে যাচ্ছেন
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes