চিকেন উইথ ম্যাগি কাটলেট (chicken with Maggi cutlet recipe in Bengali)

Lina Mandal
Lina Mandal @cook_16454668

#আমার প্রিয় স্ন্যাকস রেসিপি

চিকেন উইথ ম্যাগি কাটলেট (chicken with Maggi cutlet recipe in Bengali)

#আমার প্রিয় স্ন্যাকস রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4জন
  1. 4পিস হাড় ছাড়া চিকেন
  2. 1/2 কাপম্যাগি
  3. 2 চা চামচধনেপাতা কুচি
  4. 2 চা চামচকুচানো ইয়ালো বেলপেপার
  5. 2 টিকাঁচা লঙ্কা
  6. 1/4 চা চামচআদা কুচি
  7. 6কোয়া রসুুুন
  8. 1টিমাঝারি পেঁয়াজ কুচি
  9. 1/2 টমেটো
  10. 1 কাপকর্নফ্লেক্স ( গুঁড়িয়ে নেয়া)
  11. 1/2 কাপময়দা
  12. 2টিডিম
  13. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  14. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  15. 1/4 চা চামচসোয়া সস
  16. 1/4 চা চামচটমেটো সস
  17. 1/4 চা চামচজিরেগুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন, চিনি ও লঙ্কাগুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে,সবজি কেটে ধুয়ে রেডি করে নিলাম।এবার মিক্সিতে চিকেন তার সঙ্গে পেঁয়াজ,রসুন,আদা,নূন,টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম।

  2. 2

    ম্যাগি নিয়ে গরম জলে অল্পক্ষণ রেখে ছাঁকনি করে ছেঁকে নিলাম।

  3. 3

    এবার চিকেন,ম্যাগি,ধনেপাতা, ইয়ালো বেলপেপার ও একে একে জিরে,লঙ্কা,গোলমরিচ, সোয়াসস, টম্যাটোসস,নূন, চিনি ও গরম মসলা গুড়ো সব একসঙ্গে মেখে রাখলাম।

  4. 4

    একটা পাত্রে ডিম ফেটিয়ে কনফ্লাওয়ার মিশিয়ে নিলাম নূন ও একটু গোলমরিচ গুড়ো দিয়ে।

  5. 5

    কনফ্লেক্স নিয়ে মিক্সিতে অল্প একটি গুঁড়িয়ে নিলাম।ময়দা নিয়ে তাতে নূন একটু গোলমরিচ গুড়ো দিয়ে শুকনো মাখিয়ে নিলাম।

  6. 6

    এবার চিকেন ম্যাগীর পেস্ট নিয়ে হাতে করে চ্যাপ্টা আকারে গড়ে একবার ডিমের ব্যাটারে ডুবিয়ে ময়দা মাখিয়ে আবার ডিমের ব্যাটারে ডুবিয়ে কনফ্লেক্স মাখিয়ে গড়ে নিলাম।

  7. 7

    এবার কড়া ইয়ে সাদা তেল দিয়ে ভেজে নিলাম। গরম গরম সসের সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lina Mandal
Lina Mandal @cook_16454668

মন্তব্যগুলি

Similar Recipes