নারকেলি মোচা(narkeli mocha recipe in Bengali)

Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

#মা স্পেশাল রেসিপি

নারকেলি মোচা(narkeli mocha recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম কুচানো মোচা
  2. ১ টা আলু কুচি
  3. ১ কাপ নারকেল কোরা
  4. ১/২ কাপ ভেজানো ছোলা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ জিরে বাটা
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১/২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
  9. ১ টেবিল চামচ ঘি
  10. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া
  11. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  12. স্বাদমতোনুন
  13. ২ টো তেজপাতা
  14. ১/২ চা চামচ গোটা জিরে
  15. ১ টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াই তে সরষের তেল গরম করে ওর মধ্যে গোটা জিরে,তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচি করে রাখা আলু দিয়ে ভাজতে হবে।

  2. 2

    আলু হালকা ভেজে ওর মধ্যে মোচা কুচি দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে ওর মধ্যে ভেজানো ছোলা দিয়ে নাড়াচাড়া করে আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে কষিয়ে একটু নারকেল কো রা রেখে বাকিটা দিয়ে আর অল্প জল দিয়ে গ্যাস সিম করে ঢাকা দিতে হবে।

  3. 3

    এবার ৫ মিনিট পর ঢাকা খুলে মোচা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ঘী আর গরম মশলা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মাখা মাখা করে নামাতে হবে।

  4. 4

    একটি পাত্রে ঢেলে ওপরে একটু নারকেল কোরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন নারকেলী মোচা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

Similar Recipes