বেসন  লাড্ডু(besan laddu recipe in Bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#cookpaddessert
এটা একটি সরল পদ্ধতিতে তৈরি বেসন লাড্ডু এই ভাবে তৈরি করলে কোন কাঁচা গন্ধ থাকে না আর যেটা মহত্তপুর্ন সেটা হলো দানাদার বেসনের পারফেক্ট লাড্ডু তৈরি হয়।

বেসন  লাড্ডু(besan laddu recipe in Bengali)

#cookpaddessert
এটা একটি সরল পদ্ধতিতে তৈরি বেসন লাড্ডু এই ভাবে তৈরি করলে কোন কাঁচা গন্ধ থাকে না আর যেটা মহত্তপুর্ন সেটা হলো দানাদার বেসনের পারফেক্ট লাড্ডু তৈরি হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ বেসন
  2. ১ কাপ সুজি
  3. ১ কাপ চিনি
  4. ১/২ কাপ জল
  5. ১/২ কাপ ড্রাই ফুড (নিজের পছন্দ অনুযায়ী)
  6. ১/২ কাপ ঘি
  7. ২০০ গ্রাম তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম আমি সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর একটা বাউলে বেসন, সুজি ও ১/৩ কাপ ঘি দিয়ে মেখে নিতে হবে ।

  2. 2

    হাতে দিয়ে জদি মুঠো বাঁধা যায় তাহলে যানতে হবে যে ঘির পরিমান একদম ঠিক আছে ।এবার অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে আর ডো থেকে ছোট ছোট লেচি কেটে মুঠো বানিয়ে নিতে হবে ।

  3. 3

    এবার কড়াইয়ে বেচে থাকা ঘি দিয়ে ড্রাই ফুড গুলো ভেজে নিতে হবে তারপর একি কড়াইতে তেল দিয়ে মুঠো গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে । তারপর ঠান্ডা করে নিতে হবে ।

  4. 4

    তারপর আলাদা একটা কড়াইতে চিনি ও জল দিয়ে একটা পাতলা চাসনি তৈরি করে নিতে হবে (যখন মধুর মত আঠালো হবে নামিয়ে নিতে হবে)

  5. 5

    তারপর মুঠো গুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙ্গে নিতে হবে তারপর একটা মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে আর একটা ঝরঝরে পাউডার তৈরি করে নিতে হবে ।

  6. 6

    এবার তৈরি করা পাউডারের মধ্যে ভেজে রাখা ড্রাই ফুড দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর বানানো চাসনি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে । আর লাড্ডুর পাক তৈরি করে নিতে হবে

  7. 7

    এবার হাত দিয়ে ছোট ছোট বাল্স নিয়ে গোল গোল লাড্ডু তৈরি করে নিতে হবে তারপর একটা সর্বিংগ প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes