ইজি এগ-ভেজ চাইনিজ রাইস(easy egg veg chinese rice recipe in Bengali)

SWATI MUKHERJEE
SWATI MUKHERJEE @Swati_1234
Kolkata

#লাঞ্চ রেসিপি

ইজি এগ-ভেজ চাইনিজ রাইস(easy egg veg chinese rice recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ কাপ ৩/৪ ভাগ সেদ্ধ করা রেগুলার বাসমতী চালের ভাত
  2. ২ টেবিল চামচ সাদা তেল
  3. ২ টেবিল চামচ মাখন
  4. ১/৩ কাপ ছোট ডাইস কাটা গাজর
  5. ১/৪ কাপ ক্যাপসিকাম ছোট করে কাটা
  6. ১/২ কাপ বিন্স সরু তেরছা করে কাটা
  7. ১/২ কাপ ছোট ডাইস করা পেঁয়াজ
  8. ১ কাপ বাঁধাকপি কুচানো
  9. ৬ কোয়া রসুন মিহি করে কুচানো
  10. ২ চা চামচ সয়া সস
  11. ৪ টিডিম
  12. ২ টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো
  13. ৪ টিকাঁচা লঙ্কা সরু করে চেরা
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. স্বাদ অনুযায়ীচিনি
  16. ১/২ চা চামচ আজিনামোতো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াতে ১ টেবিল চামচ মাখন গলিয়ে নিন।ডিম গুলো একসাথে নুন আর অর্ধেক গোল মরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন।মাখনে ভেজে তুলুন।ভাজা কম আঁচে করতে হবে যাতে ভাজা টা সাদা সাদা হয়।তুলে নিন।

  2. 2

    এবার কড়াতে ১ টেবিল চামচ মাখন ও ১ টেবিল চামচ সাদা তেল গরম করে নিন।ওতে প্রথমে দিন গাজর,এর একটু পরে বিন্স,তারপর ক্যাপ্সিকাম দিন।বাড়ানো আঁচে ১ চামচ সয়া সস দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজুন।ওতে নুন ও গোল মরিচ গুঁড়া দিয়ে নাড়ুন।সবশেষে দিন পেঁয়াজ ও বাঁধাকপি। অল্প খানিকটা নেড়েচেড়ে নামিয়ে নিন।

  3. 3

    অন্য কড়াতে বাকি তেল টুকু গরম করুন।ওতে রসুন কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিন।এবার ওতে প্রথমে দিন ১ চামচ সয়া সস,অল্প ভেজে নিয়ে এবার ভাত গুলো দিয়ে দ্রুত নাড়তে থাকুন যাতে ভাজা ভাজা হয়,এই সময় নুন,চিনি ও আজিনামোতো দিয়ে দিন।

  4. 4

    ভাতের সাথে এবারে ফ্রাই করা সব্জি ও ডিম গুলো দিয়ে দিন।বাড়ানো আঁচে ভাজুন মিনিট খানেক।সব্জি গুলো যেন ক্রাঞ্চি (crunchy) থাকে।

  5. 5

    গরম গরম পরিবেশন করুন সাইড ডিশ এর সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SWATI MUKHERJEE
SWATI MUKHERJEE @Swati_1234
Kolkata
I am damn passionate about cooking, also love to try various cuisine & let them try to cook at home...
আরও পড়ুন

Similar Recipes