চাইনিজ এগ ফ্রাইড রাইস (Chinese egg fried rice recipe in bengali)

Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

চাইনিজ এগ ফ্রাইড রাইস (Chinese egg fried rice recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 3 কাপসেদ্ধ করে রাখা বাসমতী চালের ভাত
  2. 1 টি বড় পেঁয়াজ কুচি
  3. 1টেবিল চামচ রসুন কুচি
  4. 2 টিলঙ্কা কুচি
  5. 1 চা চামচআদা কুচি
  6. 1/2 কাপবাঁধাকপি কুচি
  7. 1/2 কাপগাজর কুচি
  8. 1/2 কাপক্যাপ্সিকাম কুচি করে
  9. 2টেবিল চামচ সয়াসস
  10. 1টেবিল চামচ ভিনেগার
  11. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  12. 1 টিডিম
  13. স্বাদ মতলবণ ও সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে হাইফ্লেমে একটা কড়াই গরম করে নিয়ে তারমধ্যে আদা, রসুন হালকা ফ্রাই করে নিয়ে তারমধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিতে হবে। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একে একে গাজর বাঁধাকপি ও ক্যাপ্সিকাম টা দিয়ে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। এরপরে তার মধ্যে একটা ডিম অ্যাড করে দিতে হবে এবং সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    সবজি এবং ডিম টা একটু ফ্রাই করে নিয়ে তারমধ্যে ভাড়া দিতে হবে এবং ওপর থেকে দিয়ে দিতে হবে সয়া সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়া, পরিমাণমতো লবণ এবং সামান্য একটু জল। এবারে সমস্তকিছু ভাতের সাথে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভাতটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে।

  3. 3

    ব্যস তাহলেই রেডি হয়ে গেল মজাদার চাইনিজ এগ্ ফ্রাইড রাইস। চিলি চিকেন অথবা যে কোন চাইনিজ সাইড ডিসের সাথে পরিবেশন করতে পারেন এই রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreyosi Ghosh
Shreyosi Ghosh @cook_16876046

Similar Recipes