চাইনিজ ভেজ স্যুপ (chinese veg soup recipe in bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#শীতকালীন স্যুপ

চাইনিজ ভেজ স্যুপ (chinese veg soup recipe in bengali)

#শীতকালীন স্যুপ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

দশ মিনিট।
দুই জনের মতো।
  1. 1 কাপগাজর, বিন্স, ফুল কপি, বাঁধাকপি (কুচি) সব মিলিয়ে
  2. পরিমাণ মতোপেঁয়াজ শাক অল্প
  3. 1/2 চা চামচরসুন কুচি
  4. 1 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  5. স্বাদ অনুযায়ীনুন
  6. 1 চা চামচসোয়া সস
  7. 1 চা চামচটমেটো সস
  8. 1 চা চামচমাখন
  9. 2টেবিল চামচ নুডলস সিদ্ধ করে রাখা
  10. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

দশ মিনিট।
  1. 1

    কুকার এ সব সবজি দিয়ে তিন কাপ জল দিয়ে দুটো সিটি দিয়ে বন্ধ করতে হবে।

  2. 2

    কড়াইতে মাখন দিয়ে রসুন কুচি দিয়ে সব্জি সিদ্ধ টা ঢেলে দিতে হবে।

  3. 3

    একটা বাটিতে কর্ণ ফ্লাওয়ার এক চামচ, নুন সাদ মতো, সয়া সস্, টমেটো সস ভালো করে গুলে কড়াইতে ঢেলে দিতে হবে।

  4. 4

    ফুটে উঠলে পেঁয়াজ শাক কুচি আর গোলমরিচ গুরো দিয়ে দিতে হবে।

  5. 5

    এ বার সিদ্ধ নুডলস এ কর্ণ ফ্লাওয়ার মাখিয়ে ডিপ ফ্রাই করতে হবে।

  6. 6

    সুপ বাউল এ সুপ ঢেলে একটু মাখন, গোলমরিচ গুরো, ফ্রাইড নুডলস আর পেঁয়াজ শাক কুচি সাজিয়ে দিলেই রেডি, শীত কালীন সুপ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes