মটর ডালের বড়ার ঝাল (matar daler borar jhaal recipe in Bengali)

purnasee misra
purnasee misra @cook_22130544

#মা স্পেশাল রেসিপি।

মটর ডালের বড়ার ঝাল (matar daler borar jhaal recipe in Bengali)

#মা স্পেশাল রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

পনেরো মিনিট
চার জনের জন্য
  1. ১০০ গ্রামমটর ডাল একশো
  2. ১ইঞ্চিআদা আধ
  3. ৮-১০ টাকাঁচা লঙ্কা
  4. ১/২চা চামচবেকিং সোডা আধ
  5. ১/২চা চামচকালো জিরে আধ
  6. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  7. স্বাদ মতোনুন
  8. ১ চা চামচ করেসাদা ও কালো সর্ষে
  9. ১ চা চামচপোস্ত
  10. ১/২ চা চামচপাঁচফোড়ন
  11. প্রয়োজন অনুযায়ীধনেপাতা অল্প
  12. ১/২ চা চামচহলুদ গুঁড়ো আধ
  13. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

পনেরো মিনিট
  1. 1

    প্রথমে ডাল ধুয়ে অন্তত চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    ডাল ফুলে উঠলে জল ঝরিয়ে মিক্সিতে মসৃণ করে পিষে নিতে হবে।

  3. 3

    এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা কুঁচিয়ে দিতে হবে।নুন স্বাদমতো দিয়ে কালো জিরে বেকিং সোডা ও একটু গরম তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    একটি কড়াই তে সর্ষের তেল গরম করে বড়া গুলো ভেজে নিতে হবে।মনে রাখবেন অল্প আঁচে বড়া গুলো ভাজতে হবে।

  5. 5

    অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিতে হবে।মশলার সুগন্ধ বার হলে তাতে জল হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সাদা সর্ষে ও কালো সর্ষে পোস্ত ও চার পাঁচটি কাঁচালঙ্কা সব একসাথে পিষে ঐ জলে দিয়ে দিতে হবে।পরিমান নুন দিয়েএকটু ঢাকা দিয়ে দিতে হবে।মশলা ফুটে উঠলে ওর মধ্যে ব্ড়াগুলি দিয়ে অল্প ফুটিয়ে নিলেই তৈরী হয়ে যাবে মটর ডালের বড়ার ঝাল।নামিয়ে একটু ধনেপাতা কুচি ও একটু সর্ষের তেল ছড়িয়ে ভাতের সাথে পরিবেশন করুন। এটি মায়ের খুব ই পছন্দের পদ ছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
purnasee misra
purnasee misra @cook_22130544

Similar Recipes