মটর ডালের বড়া (matar daler bora recipe in Bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#আমিরান্নাভালোবাসি
#নোনতা
আজকের আমার এই রেসিপি টি তোমাদের সাথে সেয়ার করতে চাই এটি চটজলদি তৈরি হয়ে যায় বাড়ি তে থাকা সামান্যকিছু উপকরণ দিয়ে ।গরম চা এর সাথে খেতে খুবই ভালো ।

মটর ডালের বড়া (matar daler bora recipe in Bengali)

#আমিরান্নাভালোবাসি
#নোনতা
আজকের আমার এই রেসিপি টি তোমাদের সাথে সেয়ার করতে চাই এটি চটজলদি তৈরি হয়ে যায় বাড়ি তে থাকা সামান্যকিছু উপকরণ দিয়ে ।গরম চা এর সাথে খেতে খুবই ভালো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জন
  1. 250 গ্রামসাদা মটর ডাল
  2. 1/2 ইঞ্চিআদা
  3. স্বাদমতোনুন
  4. ১/২ চা চামচহলুদ
  5. ১ চা চামচ জিরে
  6. স্বাদ মতলাল লঙ্কা
  7. পরিমান মতোগরম মশলা র গুঁড়ো
  8. প্রয়োজন মতোজল
  9. প্রয়োজন মতোতেল
  10. পরিমান মতোখাবার সোডা
  11. 1টেবিল চামচধনেপাতা কুচি
  12. স্বাদ মতোকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    মটর ডাল টাকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর জল ঝরিয়ে নিতে হবে এবার মিক্সির জারে ডাল এর সাথে নুন, আদা, কাঁচা লঙ্কা,জল দিয়ে পিসে নিতে হবে

  2. 2

    এরপর বাটা ডাল এর মধ্যে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করতে হবে

  3. 3

    এরপর তেল গরম হলে বড়া গুলি মুচমুচে করে ভেজে নিতে হবে ।

  4. 4

    তাহলেই তৈরি মটর ডাল এর বড়া পরিবেশন এর জন্য ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes