সুইট কর্ন পকোড়া (sweet corn pakora recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#স্ন্যাক্স

সুইট কর্ন পকোড়া (sweet corn pakora recipe in Bengali)

#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৪জন
  1. ১কাপস্যুইট কর্ন
  2. ১ইঞ্চি আদা
  3. ২টি কাঁচা লঙ্কা
  4. ১/২চা চামচ গুঁড়ো লঙ্কা
  5. স্বাদমতো নুন
  6. ২চা চামচ ধনেপাতা কুচি
  7. ৫চা চামচ কর্নফ্লাওয়ার
  8. ১চা চামচ চালের গুঁড়ো
  9. ১ চা চামচ কর্ণের দানা
  10. ১/২কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে এক কাপ সুইট কর্নকে মিক্সারের জারের মধ্যে দিয়ে আধ ভাঙ্গা করে নিতে হবে।

  2. 2

    এইবার একটা মিক্সিং বোল এর মধ্যে কর্ণের পেস্ট কয়েকটি সুইট কর্ণের দানা নিতে হবে। তারমধ্যে লঙ্কা কুচি দিতে হবে।

  3. 3

    এইবার ওর মধ্যে আদা কুচি দিতে হবে।

  4. 4

    এইবার ধনেপাতা কুচি টা দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  5. 5

    এবার শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণমতো নুন দিতে হবে।

  6. 6

    এবার ওর মধ্যে কনফ্লাওয়ার আর চালের গুঁড়া দিতে হবে।

  7. 7

    এবার মাখার পরে যদি শক্ত মনে হয় তাহলে একটু খানি জল দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে।

  8. 8

    এবার কড়াইয়ে তেল গরম করে একটু একটু বেটার দিয়ে পকোড়ার মত ভেজে নিতে হবে।

  9. 9

    ব্যাস তাহলেই রেডি আমাদের সুইটকর্ন পকোড়া।

  10. 10

    গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes