খিচুড়ি (khichuri recipe in Bengali)

Susmita Mondal Kabiraj
Susmita Mondal Kabiraj @cook_20739126
নিউটাউন

বৃষ্টির দিনে কিংবা রান্না করতে ইচ্ছে না করলে, খুব সহজেই এই রেসিপি টি বানিয়ে নিতে পারবেন,
পটল বেগুন ভাজি সহযোগে পুরো জমে যাবে

খিচুড়ি (khichuri recipe in Bengali)

বৃষ্টির দিনে কিংবা রান্না করতে ইচ্ছে না করলে, খুব সহজেই এই রেসিপি টি বানিয়ে নিতে পারবেন,
পটল বেগুন ভাজি সহযোগে পুরো জমে যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১/২ চা চামচগরম মশালা গুঁড়ো
  4. ১ টালঙ্কা
  5. ১/২ চা চামচ জিরে
  6. ১/২ চা চামচধনে
  7. ১ টাটমেটো
  8. ১৫০ গ্রাম সোনা মুগডাল
  9. ৫০ গ্রাম সর্ষের তেল
  10. ১ চা চামচ গাওয়া ঘি
  11. ১/২ চা চামচ চিনি
  12. স্বাদ মতোনুন
  13. ১ টা তেজপাতা শুকনো লঙ্কা
  14. ১/২ চা চামচ আদা বাটা
  15. ১/২ চা চামচগোটা জিরে
  16. ১/২ চা চামচপাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    শুখনো খোলায় ডাল ভেজে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন চাল ধুয়ে ভিজিয়ে রাখুন

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচফোড়ন ফোড়ন দিন গন্ধ বেরোলে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো দিয়ে কিছুক্ষণ সাতলে নিয়ে ডাল দিয়ে নাড়াচারা করে জল দিয়ে ঢাকা দিন। ডাল অর্ধেক সিদ্ধ হলে চাল দিন আঁচ মাঝারি করে ফুটতে দিন।

  3. 3

    মিনিট পনেরো পর ঢাকা খুলে নুন চিনি দিন ভালো করে মিশিয়ে লো আঁচে দশ মিনিট ফুটতে দিন।

    ঢাকা খুলে ঘি গরমমশালা মেশান। গ‍্যাস অফ করার পাঁচ মিনিট পর সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Mondal Kabiraj
Susmita Mondal Kabiraj @cook_20739126
নিউটাউন

Similar Recipes