চিকেন ব্রেড কোন(chicken bread cone recipe in Bengali)

Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

#snacks
#BongCuisine
সন্ধ্যেবেলা গরম গরম চিকেন ব্রেড কোন আর চা বেশ লাগে।বাড়িতে গেস্ট আসলেও আগে থেকে তৈরী করে রাখলে গরম গরম ভেজে দেওয়া যায় এটি।

চিকেন ব্রেড কোন(chicken bread cone recipe in Bengali)

#snacks
#BongCuisine
সন্ধ্যেবেলা গরম গরম চিকেন ব্রেড কোন আর চা বেশ লাগে।বাড়িতে গেস্ট আসলেও আগে থেকে তৈরী করে রাখলে গরম গরম ভেজে দেওয়া যায় এটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
তিন জন
  1. ৬/৭ স্লাইসপাউরুটি
  2. ১৫০ গ্রামচিকেন
  3. ১ টা পেঁয়াজ কুচনো মাঝারি সাইজের
  4. ১/৪ চা চামচরসুন আর আদা কুচি
  5. ১/৪ চা চামচআদা -জিরে বাটা
  6. ১/২ ক্যাপ্সিকাম কুচনো
  7. ১চা চামচগোলমরিচ গুঁড়ো
  8. ১/২ চা চামচচাট মশলা
  9. স্বাদ মতোনুন আর চিনি
  10. ১/২ চা চামচলেবুর রস
  11. ১ চা চামচ টোমাটো সস
  12. ১.৫ কাপব্রেড ক্রাম্ব
  13. ২ কাপতেল(থেকে যাবে)
  14. প্রয়োজন মতোজল
  15. ২চা চামচ বাটার
  16. ২ টিডিম

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বোনলেস চিকেন ছোট্ট পিস নুন,লেবুর রস, গোলমরিচ দিয়ে ১৫/২০ মিনিট কম করে রাখতে হবে।

  2. 2

    কড়াতে বাটার দিয়ে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে একটু ভেজে আদা- জিরে বাটা দিয়ে কষিয়ে চিকেন দিতে হবে।নাড়াচাড়া করে ঢেকে মিনিট তিন চার পর টোমাটো সস,চিনি,ক্যাপ্সিকাম,লেবুর রস,গোলমরিচগুঁড়ো ছড়িয়ে ঢেকে রাখতে হবে।একটু ঠান্ডা করতে হবে।

  3. 3

    এবার পাউরুটির চারধার কেটে বেলুন দিয়ে বেলে ফ্ল্যাট করে নিতে হবে।

  4. 4

    এবার কোনের শেপ দিয়ে নীচ থেকে ওপর বরাবর কোনের জয়েন্ট জল দিয়ে চেপে আটকে দিয়ে কোনের মধ্যে চিকেনের পুর ভরে মুখটা জল দিয়ে চেপে আটকে দিতে হবে।

  5. 5

    একটা ছড়ানো পাত্রে ডিম ফেটিয়ে নুন,গোলমরিচ,চাটমশলা মিশিয়ে ব্রেডকোন ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে।

  6. 6

    ৩০ মিনিট মতো রেখে তেল গরম করে ডিপ ফ্রাই করতে হবে।

  7. 7

    স্যালাড,টোমাটো সস,চিলি সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

Similar Recipes