গুজরাটি ডাল ধোকলি(gujrati dal dhokli recipe in Bengali)

Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

#GA4
#week4
চতুর্থ সপ্তাহের ধাধা থেকে আমি গুজরাটি ডিস বেছে নিয়েছি। এটা গুজরাটের খুবই জনপ্রিয় একটা ডিস।

গুজরাটি ডাল ধোকলি(gujrati dal dhokli recipe in Bengali)

#GA4
#week4
চতুর্থ সপ্তাহের ধাধা থেকে আমি গুজরাটি ডিস বেছে নিয়েছি। এটা গুজরাটের খুবই জনপ্রিয় একটা ডিস।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১/২ কাপ অড়হর ডাল
  2. ১/২ কাপ আটা
  3. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১/২ চা চামচ জোয়ান
  5. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  6. ২চা চামচ সাদা তেল
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/২ চা চামচ গোটা জিরে
  9. ১ চা চামচ ধনেপাতা কুচি
  10. ১ চা চামচ কারিপাতা
  11. ১/২ চা চামচ গ্রেট করা আদা
  12. ১/২ টমেটো কুচি
  13. ১ টা শুকনো লঙ্কা
  14. ১/২ লেবুর রস
  15. ৪ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে অড়হড় ডাল, নুন, হলুদ, দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এবার একটা বাটিতে আটা, জোয়ান, নুন,হলুদ,লঙ্কাগুঁড়ো, ২ চামচ সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে, জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। ডো টা ১০মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।

  3. 3

    এবার এই ডো টা অল্প আটা ছড়িয়ে রুটির মতো বেলে নিতে হবে ।এবার ওটাকে ছুরি দিয়ে নিজের ইচ্ছামত সেপে কেটে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা,গোটা জিরে, কারিপাতা,ফোড়ন দিয়ে আদাবাটা, টমেটো কুচি দিয়ে একটু কষাতে হবে, এবার এর মধ্যে ডাল ঢেলে দিতে হবে।এবার এর এর মধ্যে ধকলী গুলো দিয়ে দিতে হবে। ভাল করে নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে দিতে হবে।

  5. 5

    ধকলি সেদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি ও লেবুর রস,ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Peeyaly Dutta
Peeyaly Dutta @cook_26277530

Similar Recipes