গুজরাটি ডাল (gujrati dal recipe in Bengali)

Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

#GA4
#week4
সব জায়গার রান্নার কিছু না কিছু আলাদা স্টাইল থাকে।তেমনই গুজরাটের ডালের স্বাদ একটু আলাদা, গুজরাটের টক মিস্টি ডাল খেতে দারুন হয়ে। তাই এবারের ধাঁধা দিয়ে গুজরাটি রান্না নিয়েছি। এই ডাল বানানো খুবই সহজ।

গুজরাটি ডাল (gujrati dal recipe in Bengali)

#GA4
#week4
সব জায়গার রান্নার কিছু না কিছু আলাদা স্টাইল থাকে।তেমনই গুজরাটের ডালের স্বাদ একটু আলাদা, গুজরাটের টক মিস্টি ডাল খেতে দারুন হয়ে। তাই এবারের ধাঁধা দিয়ে গুজরাটি রান্না নিয়েছি। এই ডাল বানানো খুবই সহজ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১ কাপ তুর ডাল
  2. ১ চা চামচ আদা রসুন কুচি
  3. ১-২ টো কাঁচা লংকা কুচি
  4. ১ টেবিল চামচ গুড়
  5. ১০ টুকরো তেঁতুল
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. ১ টেবিল চামচ ঘি
  8. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ২ টো শুকনো লঙ্কা
  10. ১ চা চামচ জিরা
  11. ১ চা চামচসর্ষে দানা
  12. ১/২ চা চামচ মেথি দানা
  13. ১/২ চা চামচ কসুরি মেথি
  14. ১ টা টমেটো কুচি
  15. ১/২ চা চামচ চিনি
  16. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  18. ১/২ আঁটি ধনেপাতা কুচি
  19. ১ চিমটি হিং
  20. ১/২ লেবুর রস
  21. ১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো
  22. ১০-১২ টা কারিপাতা
  23. ২ চা চামচ তেল
  24. ১/২চা চামচআদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    ডাল কে ২/৩ বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর প্রেশারকুকারে অল্প নুন ও হলুদ আর ২ গ্লাস জল দিয়ে ৪ সিটি দিয়ে ডাল কে সেদ্ধ করে নিন।

  2. 2

    ডাল সেদ্ধ হয়ে গেলে কুকার কে ঠান্ডা হতে দিন। ডাল পুরো ঠান্ডা হয়ে গেলে ১ কাপ জল দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডাল কে পিষে নিন।

  3. 3

    এবার একটা প্যান নিন,গ্যাস অন করে প্যান বসান, প্যান গরম হলে তেল দিন। তারপর তেলে মেথি দানা, জিরা,সর্ষে দানা,হিং, আদা রসুন কুচি,শুকনো লংকা, কারিপাতা দিন।

  4. 4

    তারপর কাঁচালংকা,টমেটো কুচি, দিন

  5. 5

    তেঁতুলে অল্প জল দিয়ে গুলে রাখুন।

  6. 6

    মশলা কে ২ সেকেন্ড ভাজুন। তারপর চিনি, লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গুড় সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

  7. 7

    তারপর সেদ্ধ ডাল দিন, আর ফুটতে দিন। ডাল ফুটে উঠলে হাল্কা আঁচে ৫/৬ মিনিট রান্না করুন।

  8. 8

    এবার লেবুর রস দিয়ে আরো ২/৩ মিনিট ফোটান।

  9. 9

    এরপর গ্যাস বন্ধ করে দিন, ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।১ চামচ ঘি দিন। ভাত, রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mahek Naaz
Mahek Naaz @maheknaaz1006
hyderabad

Similar Recipes