লুচির ভোগ(luchir bhog recipe in Bengali)

Soumyashree Roy Chatterjee
Soumyashree Roy Chatterjee @cook_20212524

#পূজা2020
অষ্টমীতে এরকম লুচির ভোগ দেওয়া হয়ে থাকে মা দুর্গাকে। এই বাড়িতে এভাবে মা দুর্গা কে ভোগ নিবেদন করেছি।

লুচির ভোগ(luchir bhog recipe in Bengali)

#পূজা2020
অষ্টমীতে এরকম লুচির ভোগ দেওয়া হয়ে থাকে মা দুর্গাকে। এই বাড়িতে এভাবে মা দুর্গা কে ভোগ নিবেদন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
2/3 সারভিংস
  1. 250 গ্রামআটা
  2. স্বাদমতোলবণ
  3. পরিমান মত সাদা তেল
  4. পরিমাপ অনুযায়ী জল
  5. 1 কাপসুজি
  6. 2 চা চামচঘি
  7. 1 কাপচিনি
  8. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে আটার মধ্যে স্বাদমতো লবণ এবং চার চামচ তেল দিয়ে ভালো করে শুকনো ভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে ডো বানিয়ে রাখতে হবে।

  2. 2

    এবার আটার থেকে লেচি কেটে বেরিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে।

  3. 3

    সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে করাই গরম করে তাতে দু চামচ ঘি দিয়ে সুজি টা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাদামি রং হওয়া পর্যন্ত।

  4. 4

    এবার অল্প জল দিয়ে সুজি টা সিদ্ধ করে নিতে হবে।

  5. 5

    চিনি যোগ করতে হবে। কাজু এবং কিসমিস দিয়ে দিতে হবে।

  6. 6

    জল শুকিয়ে গেলে একটি প্লেটে ঢেলে ইচ্ছামত আকারে কেটে নিতে হবে।

  7. 7

    এবার ভোগ নিবেদনের মত সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyashree Roy Chatterjee

Similar Recipes