চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#ebook2
#দুর্গাপূজা
দুর্গাপূজার সময় ভালো ভালো খাবার খেতে সবারই মন চায়। তাই নবমীতে নৈশভোজে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি।

চিকেন বিরিয়ানি(chicken biryani recipe in Bengali)

#ebook2
#দুর্গাপূজা
দুর্গাপূজার সময় ভালো ভালো খাবার খেতে সবারই মন চায়। তাই নবমীতে নৈশভোজে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30মিনিট
4 সারভিংস
  1. 500 গ্রামবাসমতী চাল
  2. 5 টুকরোবড় করে কাটা আলু
  3. 500 গ্রামচিকেন (5 টি চিকেন লেগ পিস বা বড়ো করে কাটা পিস)
  4. 1টেবিল চামচ সাদা তেল
  5. 1/2 কাপপেঁয়াজের রস
  6. 2 চা চামচআদা বাটা
  7. 2 চা চামচরসুন বাটা
  8. 2টেবিল চামচ+ 1/2কাপ ঘি ঘি
  9. 2টেবিল চামচ টকদই
  10. 3টেবিল চামচ বিরিয়ানি মশলা (বাজার চলতি)
  11. 6 টিছোট এলাচ
  12. 6 টিতেজপাতা
  13. 6 টিলবঙ্গ
  14. 2 টুকরোদারচিনি
  15. 1 টিজায়ফল
  16. 1 টিজয়ীত্রি
  17. 2 টিস্টার অ্যানিস
  18. স্বাদ মতো নুন
  19. 1টেবিল চামচ গোলাপ জল
  20. 1টেবিল চামচ কেওড়া জল
  21. 2 ফোঁটামিঠা আতর
  22. 1 চিমটিজাফরান
  23. 1 চিমটিকেশরী রং
  24. 1 কাপ দুধ
  25. 1 কাপমাখা ময়দা

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30মিনিট
  1. 1

    চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে এবং আধ ঘণ্টা পর জল থেকে তুলে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    দুধে জাফরান ও কেশরী রং মিশিয়ে রেখে দিতে হবে।

  3. 3

    চিকেন পিস ধুয়ে জল ঝরিয়ে পেঁয়াজের রস, আদা বাটা, রসুন বাটা, 1টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1টেবিল চামচ ঘি, টকদই, স্বাদ মতো নুন দিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  4. 4

    আলুগুলো অল্প সেদ্ধ করে নিয়ে কড়াইতে সাদা তেল ও অল্প ঘি দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    ওই তেলেই 2টি এলাচ, 2টি লবঙ্গ, 1টুকরো দারচিনি, 2টি তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেন কষে নিতে হবে।

  6. 6

    হাঁড়িতে জল ফুটে উঠলে 2টি করে এলাচ-লবঙ্গ-তেজপাতা-স্টার অ্যানিস, এক টেবিল চামচ ঘি, পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এবার চাল দিয়ে আধসিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  7. 7

    এবার একটা ডেকচিতে ঘি ও বাকি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে ওভেন থেকে নামিয়ে নিতে হবে।

  8. 8

    এরপর ডেকচিতে প্রথমে আলুগুলো সাজিয়ে দিয়ে তার ওপর কিছুটা ভাত সমানভাবে দিয়ে দিতে হবে । এরপর দুখানা চিকেন পিস ও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। আবার ভাত দিয়ে বাকি চিকেন পিস ও বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। আবার বাকি ভাতটা দিয়ে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধে গোলা জাফরান ছড়িয়ে দিতে হবে। ঘি অবশিষ্ট থাকলে সেটাও দিতে হবে।

  9. 9

    এরপর ডেকচির ধারে ধারে ময়দা লাগিয়ে ঢাকনাটা চেপে বন্ধ করে 10 মিনিটের জন্য ধীমে আঁচে দমে বসিয়ে রাখতে হবে।

  10. 10

    ডেকচির ঢাকনার ওপরটা গরম হলে বুঝতে হবে বিরিয়ানি তৈরি হয়ে গেছে।

  11. 11

    স্যালাড ও রায়তা দিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করতে হবে। বা অন্য যেকোনো মাটন বা চিকেন রেসিপি দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

মন্তব্যগুলি (4)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Darun laglo recipi ta!
Sundor presentation hoyeche👌
Amio kichu notun recipe try korechi parle dekho. Bhalo lagle comment o onusoron dio🌷

Similar Recipes