ডালগোনা কফি (Dalgona Coffee recipe in bengali)

Malabika Biswas
Malabika Biswas @mala_17

#GA4
#Week8
আমি আজ বানাবো ডালগোনা কফি। অত্যধিক গরমে গরম চা না খেয়ে ডালগোনা কফি খেলে বেশ আরাম বোধ হয়।
দক্ষিণ কোরিয়ার ডালগোনা কফি। লকডাউনে এই কফি গোটা বিশ্বে ভাইরাল হয়েছে।

ডালগোনা কফি (Dalgona Coffee recipe in bengali)

#GA4
#Week8
আমি আজ বানাবো ডালগোনা কফি। অত্যধিক গরমে গরম চা না খেয়ে ডালগোনা কফি খেলে বেশ আরাম বোধ হয়।
দক্ষিণ কোরিয়ার ডালগোনা কফি। লকডাউনে এই কফি গোটা বিশ্বে ভাইরাল হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিঃ
২ জনের জন্য
  1. ২ কাপ গরম দুধ
  2. ২ চা চামচ কফি
  3. ২ চা চামচ চিনি
  4. ২চা চামচঈষদুষ্ণ জল
  5. ৪/৫ টা বরফের টুকরো

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিঃ
  1. 1

    দুধ গরম করে নিয়েছি।

  2. 2

    একটা বাটিতে কফি, চিনি, জল দিয়েছি।

  3. 3

    হ্যান্ড বিটার দিয়ে ১০ মিঃ ধরে বিট করে নিয়েছি।

  4. 4

    ১০ মিঃ বিট করার পর সুন্দর ফোম তৈরি হবে।

  5. 5

    হ্যান্ডবিটারের গায়ে ফোম লেগে থাকবে। উঁচু করলে বিটারের গা থেকে পড়ে না গেলে বুঝতে হবে ফোমটা ঠিকঠাক তৈরি হয়েছে।

  6. 6

    কাপ এ ২ টুকরো বরফ কুচি, ১/৩ দুধ দিয়ে তার উপর কফির ফোমটা দিয়েছি।

  7. 7

    তৈরি হয়েে গেল আমার ডালগোনা কফি।

  8. 8

    বরফের টুকরো না দিয়েও করা যায়।

  9. 9

    তবে বরফের টুকরো দিলে স্বাদ খুব ভাল হয়।

  10. 10

    ফোমের উপরে কফির গুড়ো ছড়িয়ে দিয়েছি। দেখতে খুব ভাল লাগে।

  11. 11

    দুধের সঙ্গে ফোম মিশিয়ে খেতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Malabika Biswas

Similar Recipes