কালাকাঁদ(kalakand recipe in Bengali)

Sweta Das
Sweta Das @cook_19294114

#GA4
#Week9
এই সপ্তাহে ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি মিঠাই।

কালাকাঁদ(kalakand recipe in Bengali)

#GA4
#Week9
এই সপ্তাহে ধাঁধা থেকে আমি বেছে নিয়েছি মিঠাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 1 লিটারদুধ
  2. 5 চা চামচকনডেন্সড মিল্ক
  3. 2চা চামচচিনি
  4. পরিমাণ মতোপেস্তা কুচি
  5. পরিমাণ মতোএলাচ গুঁড়ো( ঐচ্ছিক)
  6. 1টেবিল চামচ ভিনিগার
  7. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে 500 গ্রাম দুধ ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে।

  2. 2

    ছানা টাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে ড্রাই করে নিয়ে একটি জায়গায় হালকা হাতে মাখতে হবে।

  3. 3

    এরপর 500 গ্রাম দুধ ফুটতে দিতে হবে।

  4. 4

    সামান্য ঘন হয়ে আসলে ওতে কনডেন্সড মিল্ক মেশাতে হবে।

  5. 5

    দুধ বেশ ঘন হয়ে আসলে ছানা দিয়ে ক্রমাগত নাড়তে হবে।

  6. 6

    দুধ ধীরে ধীরে শুকিয়ে আসলে ওর মধ্যে চিনি দিতে হবে।

  7. 7

    শুকনো হয়ে আসলে একটি পাত্রে ঘি মাখিয়ে রেখে ওর মধ্যে পুরো মিশ্রণ টি ঢালতে হবে।

  8. 8

    এরপর ওর মধ্যে কুচানো পেস্তা ছড়িয়ে দিতে হবে।

  9. 9

    এরপর ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে ঘন্টা তিনেক। তারপর বের করে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Das
Sweta Das @cook_19294114

Similar Recipes