বেকড পরোটা রোল (baked paratha roll recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#GA4
#week10
এবারের ধাঁধা থেকে আমি চিজ বেছে নিয়েছি।

বেকড পরোটা রোল (baked paratha roll recipe in Bengali)

#GA4
#week10
এবারের ধাঁধা থেকে আমি চিজ বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ ময়দা
  2. ১ কাপ আটা
  3. স্বাদমতোনুন
  4. ২ টেবিল চামচ + ভাজার জন্য সাদা তেল
  5. ফিলিং বানানোর জন্য:-
  6. ২ টেবিল চামচ সাদা তেল
  7. ১/২ কাপ পেঁয়াজ কুচি
  8. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  9. ২ কাপ সব্জী(টমেটো, পালং, ফুলকপি, গাজর, পেঁয়াজপাতা, ক্যাপ্সিকাম)
  10. ৩-৪ টি চিকেন সসেজ
  11. স্বাদমতোনুন
  12. ১ চা চামচ চিনি
  13. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  14. ২ টেবিল চামচ টমেটো সস
  15. ১ চা চামচ অরিগ্যানো
  16. ২-৩ টেবিল চামচ পিজা সস
  17. ২-৩ টি চীজ কিউব
  18. ১ /২ চা চামচচিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পাত্রে আটা ও ময়দা, নুন, তেল একসাথে জল দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করে নিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিতে হবে, তেল গরম হলে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে প্রথম ফুলকপি ও গাজর দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নিতে হবে, গাজর ফুলকপি সেদ্ধ হয়ে এলে বাকি সব সবজি ও সসেজ, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে রান্না করে নিতে হবে, নামানোর আগে টমেটো সস, ও অরিগেনো মিশিয়ে নিতে হবে। ফিলিং কিছুটা ঠাণ্ডা করে নিতে হবে।

  3. 3

    ডো থেকে লেচি কেটে রুটি বেলে নিয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে, এরপর একটি করে রুটি নিয়ে ফিলিং ভরে রোল করে নিতে হবে, সবগুলো একই ভাবে বানিয়ে নিতে হবে।

  4. 4

    একটি বেকিং ডিশে তেল ব্রাশ করে রোল গুলো সাজিয়ে নিতে হবে, এবার পিজ্জা সস রোল গুলোর ওপর লাগিয়ে নিয়ে গ্রেটেড চিজ দিয়ে অরিগ্যানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে ১৮০° প্রিহিটেড ওভেনে ৫-৭ মিনিট বেক করে নিলেই তৈরি বেকড পরোটা রোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

মন্তব্যগুলি (45)

Similar Recipes