গাঠি কচু চিংড়ির দম (gathi kochu chingrir dum recipe in Bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

#GA4
#week11
আমি ধাঁধা থেকে অরবি বা গাঁটিকচু শব্দটি বেঁচে নিলাম।

গাঠি কচু চিংড়ির দম (gathi kochu chingrir dum recipe in Bengali)

#GA4
#week11
আমি ধাঁধা থেকে অরবি বা গাঁটিকচু শব্দটি বেঁচে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৬০০ গ্রাম গাঠি কচু
  2. ২০০ গ্রাম চিংড়ি মাছ
  3. ১চা চামচ কালো জিরে
  4. ২টেবিল চামচ রসুন থেঁতো
  5. ১চা চামচহলুদ গুঁড়ো
  6. প্রয়োজন মতোসর্ষের তেল
  7. ২চা চামচ গোটা জিরে
  8. ৩ -৪টে কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কচুটা জল দিয়ে হালকা ভাপিয়ে জল ফেলে দিতে হবে।আমি জলে যখন একটা ফুট উঠেছে তখনই গ্যাস অফ করে দিয়েছি যাতে কচু বেশি সেদ্ধ না হয়ে যায়।

  2. 2

    রসুন ছাড়িয়ে থেতো করে নিতে হবে।

  3. 3

    চিংড়ি মাছ ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে কালোজিরে রসুন,ও কাঁচা লংকা ফোরন দিয়ে গাঁটিকচু দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। নুন ও হলুদ দিতে হবে।

  5. 5

    অন্য একটা প্যান এ ১ চা-চামচ সরষের তেল দিয়ে ২চাচামচ জিরে ভেজে নিতে হবে। এবার ভাজা জিরে টা মিক্সিতে বেটে নিতে হবে।

  6. 6

    কচু ভালো করে ভাজা হলে পরিমান মতো জল দিতে হবে যে যতটা ঝোল ঝোল রাখতে চায়।আমি একটু এটাতে জল বেশি দিই।আমার একটু ঝোল পছন্দ। এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।চেরা কাঁচা লংকা দিতে হবে।নামানোর আগে ভেজে রাখা জিরে গুড়ো টা দিতে হবে।

  7. 7

    কচু সেদ্ধ হলে নামাতে হবে। গরম ভাতের সংগে কচু চিংড়ির দম জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

Similar Recipes